Entertainment News

ক্যানসারের ছবি নিয়ে জটিলতা! আয়ুষ্মান-পত্নী তাহিরার সঙ্গে কথা বন্ধ করেন তাঁর মা-বাবা

ক্যানসার নিয়ে সমাজমাধ্যমে কিছু পোস্ট করলেই ভয়ে ভয়ে থাকতেন তাহিরার বাবা। নিজের অসুখ নিয়ে সমাজমাধ্যমে লেখা নিয়ে আপত্তি ছিল বাবা-মায়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬
Share:
Ayushman Khurrana’s wife Tahira Kashyap revealed that her parents stopped talking to her

আয়ুষ্মান-পত্নী তাহিরা কাশ্যপের সঙ্গে কথা বন্ধ করে দেন তাঁর বাবা-না। ছবি: সংগৃহীত।

ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ২০১৮ সালে ধরা পড়েছিল জটিল রোগ। ক্যানসার সংক্রান্ত একটি দীর্ঘ পোস্ট করেছিলেন তাহিরা। নিজের অসুখ নিয়ে মশকরাও করেছিলেন এবং কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছিলেন। তার সঙ্গে নিজের মুণ্ডিত মস্তকের ছবিও ভাগ করে নিয়েছিলেন। এতেই চটেছিলেন তাহিরার বাবা-মা।

Advertisement

ক্যানসার নিয়ে সমাজমাধ্যমে কিছু পোস্ট করলেই ভয়ে ভয়ে থাকতেন তাহিরার বাবা। নিজের অসুখ নিয়ে সমাজমাধ্যমে লেখা নিয়ে আপত্তি ছিল বাবা-মায়ের। সাক্ষাৎকারে তাহিরা বলেন, “আমার বাবা-মা সত্যিই আমার উপরে খুব রেগে গিয়েছিলেন। ক্যানসার ধরা পড়ার পরে মুণ্ডিত মস্তকের ছবি ভাগ করে নেওয়ার পরেই ওঁরা রেগে যান। একজন মহিলার মুণ্ডিত মস্তকের অর্থ তাঁর জীবনে সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। তাই আমি সেই ছবি পোস্ট করার পরে বাবা-মা আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন।”

বার বার তাহিরাকে সেই ছবি সরিয়ে দিতে বলেছিলেন তাঁর বাবা মা। তিনি বলেছেন, “আমাকে বহু বার জোর করা হয়েছিল ছবিটি সরিয়ে দিতে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, ‘এই ছবি আমি সমাজমাধ্যম থেকে সরাব না। আমি এখন উদ্‌যাপন করছি এই বিষয়টা। তোমাদের সেটা বুঝতে হবে।’ ওঁরা সত্যিই ভেবেছিলেন, আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে। ওঁরা বুঝেই উঠতে পারছিলেন না, শারীরিক অসুস্থতাকে কী ভাবে উদ্‌যাপন করা যায়!”

Advertisement

বাবা-মায়ের রাগ ভাঙাতে তাঁদের ভিডিয়ো কল করেছিলেন তাহিরা। তাঁর কথায়, “আমি মাকে ভিডিয়ো কল করে নিজেকে দেখিয়েছিলাম। বলেছিলাম, ‘দেখো, এখন আমাকে এমনই দেখতে। আর আমার এটা খুবই পছন্দ হয়েছে।’ আমি চোখে রোদচশমা পরে হাসছিলাম। ওঁদের বুঝিয়েছিলাম, জীবন এমনই। যদিও ওঁরা বুঝতে পারছিলেন না, কেন আমি খুশি আছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement