Entertainment News

‘বাবুমশাই বন্দুকবাজ’কে ছাড়পত্র দিল এফ ক্যাট

মাত্র আটটি ভলেন্টিয়ারি কাটের পরামর্শ-সহ সংশাপত্র দিয়েছে ট্রাইবুনাল। ছবির পরিচালক কুশন নন্দী এই খবর টুইট করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১৩:১১
Share:

পরিচালক কুশন নন্দী, বিদিতা বাগ ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: টুইটারের সৌজন্যে।

ছবিটিকে ঘিরে দানা বেঁধেছিল হাজারো বিতর্ক। সেন্সর বোর্ড (সিবিএফসি) সদ্য প্রাক্তন প্রধান পহেলাজ নিহলানি ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর মোট ৪৮টি দৃশ্যে কাঁচি চালাতে নির্দেশ দিয়েছিলেন। তার বিরোধিতা করে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল (এফক্যাট)-এ আবেদন করেছিলেন ছবির প্রযোজক। শেষ পর্যন্ত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’কে ছাড়পত্র দিল এফ ক্যাট। মাত্র আটটি ভলেন্টিয়ারি কাটের পরামর্শ-সহ সংশাপত্র দিয়েছে ট্রাইবুনাল। ছবির পরিচালক কুশন নন্দী এই খবর টুইট করেছেন।

Advertisement

বাবুমশাই বন্দুকবাজ- এর একটি দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও বিদিতা বাগ

আরও পড়ুন, শর্তসাপেক্ষে দেখাতে হবে ‘পহেরেদর পিয়া কি’ সিরিয়াল!

Advertisement

দিন কয়েক আগেই সিবিএফসি প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে পহেলাজ নিহলানিকে। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে গীতিকার এবং চিত্রনাট্যকার প্রসূন জোশীকে। এর হাতে গোনা কয়েক দিনের মধ্যেই ‘এফক্যাট’ থেকে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটি ‘এ’ সার্টিফিকেট পেল। মূলত নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং ছবির অভিনেত্রী বিদিতা বাগের ঘনিষ্ঠ কিছু দৃশ্যে কাঁচি চালাতে চেয়েছিল সিবিএফসি। মোট ৪৮ টি দৃশ্য কাটতে চেয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। আর সেই জায়গায় এফ ক্যাট আটটি দৃশ্যে কাঁচি চালিয়ে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিতে রাজি হয়ে যায়।

আরও পড়ুন, কন্যাসন্তানের মা হতে ভয় পাই, মোদীকে টুইট অভিনেত্রীর

ছবির পরিচালক কুশন নন্দী ধন্যবাদ জানিয়েছেন ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-কে। এ ছাড়াও বিক্রমাদিত্য মোতয়ানে, সতীশ কৌশিক এবং অভিষেক চৌবেদের মতো পরিচালকদের তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন কুশন।

নওয়াজের সেই টুইট।

বেশ কিছু দৃশ্যে গালিগালাজ থাকাতে তীব্র আপত্তি জানিয়েছিলেন তদানীন্তন সেন্সর বোর্ড প্রধান পহেলাজ নিহলানি। তাতে নওয়াজ জবাব দিয়েছিলেন, ‘ছবির প্রয়োজনেই ওই সব দৃশ্যে গালিগালাজ রয়েছে।’ ‘এফক্যাট’ কর্তৃপক্ষ কর্তৃক ‘বাবুমশাই বন্দুকবাজ’কে ছাড়পত্র দেওয়ার পর বেশ খুশি নওয়াজউদ্দিন সিদ্দিকি। টুইটারে নওয়াজ লিখেছেন, ‘বাবুমশাই বন্দুকবাজ-কে ছাড়পত্র দেওয়ার জন্য এফক্যাট-কে ধন্যবাদ।’ কুশন নন্দী পরিচালিত এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদিতা বাগ অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’ মুক্তি পাবে আগামী ২৫ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement