Shah Rukh Khan

Aryan Khan: জেল থেকে নিলামের বৈঠকে আরিয়ান খান, সুহানার সঙ্গে ক্যামেরাবন্দি শাহরুখ-পুত্র

৪ মাস ঘরবন্দি থাকার পরে অবশেষে বাইরের দুনিয়ায়, খোলা হাওয়ায় শ্বাস নিলেন শাহরুখ-পুত্র

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪২
Share:

জনসমক্ষে এলেন আরিয়ান।

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান খান? মাদক মামলায় জেলবন্দি। বেশ কিছু দিন কারাগারে বাস। জামিন পাওয়ার পর থেকেই মন্নতের অন্দরে স্বেচ্ছাবন্দি ছিলেন আরিয়ান। ৪ মাস এ ভাবেই ঘেরাটোপে থাকার পরে অবশেষে বাইরের দুনিয়ায়, খোলা হাওয়ায় শ্বাস নিলেন শাহরুখ-পুত্র। শনিবার তাঁকে দেখা গেল মুম্বইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর তারকাখচিত নিলামে। শাহরুখ খানের প্রতিনিধিত্ব করতে এ দিন আরিয়ানের সঙ্গে দেখা যায় বোন সুহানাকে।

Advertisement

শাহরুখ তাঁর সহ-অভিনেতা জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধে কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা সামলান। বাবার হয়ে সেই দলের নিলামে উপস্থিত হতেই ভাইরাল ভাই-বোনের ছবি। ছবি শিকারীদের তোলা ছবিতে যদিও খুব স্পষ্ট ভাবে দৃশ্যমান নন তাঁরা। কিন্তু আদল দেখে অনুরাগীরা সহজেই চিনে ফেলেন সুহানাকে। সাদা ব্লেজার, কালো শার্টে চূড়ান্ত স্মার্ট। কোভিড নীতি অনুসরণ করে মাস্ক পরেছেন ভাই-বোন। তাঁদের পাশে বসেছিলেন ভারত অরুণ, এ আর শ্রীকান্ত, ভেঙ্কি মাইসোর, অভিষেক নায়ারের মতো ব্যক্তিত্ব। ছিলেন জাহ্নবী মেহতাও।

Advertisement

২০২১-এর অক্টোবরে আরিয়ান তাঁর দুই বন্ধু মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের সঙ্গে মাদক কেনার অভিযোগে গ্রেফতার হন। প্রায় এক মাস জেলে কাটিয়ে দীপাবলির আগে মুক্তি। ৩০ অক্টোবর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement