Artist Forum

এসওপি নিয়ে সমস্য়া, ফের আলোচনায় বসবে আর্টিস্ট ফোরাম

এসওপি নিয়ে অনেক সমস্যার মুখে পড়েছে আর্টিস্ট ফোরাম। তাই গত তিনমাস ধরে তারা এটি নিয়েই কাজ করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০০:১০
Share:

ফাইল চিত্র

কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রযোজক, চ্যানেল, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের মধ্যে গত ১১ জুন যে এসওপি সই হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে গত ১০ সেপ্টেম্বর। পুরনো এসওপি নবীকরণ বা পর্যালোচনার দাবি তুলেছে আর্টিস্ট ফোরাম। ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, ‘‘এসওপি রিভিউয়ের জন্য চ্যানেল, প্রোডিউসর গিল্ড ও ফেডারেশনকে ই-মেলের মাধ্যমে ১৪-১৯ সেপ্টেম্বরের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ফোরাম। তার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’’

Advertisement

এসওপি নিয়ে অনেক সমস্যার মুখে পড়েছে আর্টিস্ট ফোরাম। তাই গত তিনমাস ধরে তারা এটি নিয়ে কাজ করছে। পাশাপাশি সিনিয়র শিল্পীদের কাছ থেকে তাঁদের মতামত জানতে চেয়েছে। মতামত চাওয়া হয়েছে যে সব বিষয়ে তা হল, লকডাউনের আগে যে ভাবে কাজ হত, সে রকম শিডিউল অনুযায়ী কাজে ফিরতে চাইছেন অনেক প্রযোজক। প্রয়োজনে দ্বিতীয় রবিবার শুটিং করতে কি শিল্পীরা রাজি? সে ক্ষেত্রে ডাবল পারিশ্রমিকের দাবি কি তাঁরা করছেন? কোভিড পরিস্থিতিতে অনেক শিল্পীর পারিশ্রমিক কমানো হয়েছে। পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে ফোরাম শিল্পীদের প্রতিনিধি হয়ে কথা বলবে না কি শিল্পীরা বিষয়টি নিজেরা বুঝে নেবেন? অনেক মতামত জমা পড়েছে। তারই ভিত্তিতে বৈঠকে আলোচনার একটি তালিকা তৈরি করেছে ফোরাম। শান্তিলালের বক্তব্য, ‘‘শুটিং ফ্লোরে ৪০জনের বেশি কলাকুশলীর সংখ্যা বাড়ানো হবে কি না, কবে থেকে পুরোদমে আউটডোর শুটিং শুরু হবে, তিনমাস আগে শিল্পীদের যা পারিশ্রমিক ছিল, এ বার সেখানে ফিরে যাওয়া হবে কি না, ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’’

এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বললেন, ‘‘এসওপি রিভিউ নিয়ে কিছু দিনের মধ্যেই বৈঠকে বসতে রাজি আছি। নতুন এসওপি-তে কোভিড পরিস্থিতি, শুটিংয়ের গুরুত্ব, বেশি সংখ্যক কলাকুশলীর কাজ পাওয়ার বিষয়ের দিকেই নজর দেওয়া হবে।’’ নতুন এসওপি নিয়ে আবার দু’পক্ষের তরজা না শুরু হয়!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement