রবীন্দ্রনাথ রবিশঙ্কর ব্রেখট

‘বীণাবাদিনী’, ‘দিগদর্শন’ এর সঙ্গে বিদেশি ‘ইরস’-এর প্রথম সংখ্যা। রবীন্দ্রনাথ থেকে রবিশঙ্কর, ব্রেখটের গান। জ্যোতিরিন্দ্রনাথ থেকে লোলোব্রিজিডার সই করা বইয়ের চমক।

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০০:৫৯
Share:

‘বীণাবাদিনী’, ‘দিগদর্শন’ এর সঙ্গে বিদেশি ‘ইরস’-এর প্রথম সংখ্যা। রবীন্দ্রনাথ থেকে রবিশঙ্কর, ব্রেখটের গান। জ্যোতিরিন্দ্রনাথ থেকে লোলোব্রিজিডার সই করা বইয়ের চমক। পাশাপাশি হাজার বিশেক গ্রামোফোন রেকর্ড। পালা নাটক। অর্ধেন্দুশেখর মুস্তাফি, প্রভাদেবীর অভিনয় আর গান। উৎপল দত্ত থেকে সত্যজিৎ রায়ের চিঠি। সব কিছুই এই প্রথম এক ছাদের তলায়। খোদ কলকাতায়। অ্যাকাদেমি থিয়েটারের উদ্যোগে ভারতে প্রথম কম্পোজিট আর্কাইভ। ‘‘কোথাও সিনেমা নিয়ে কাজ হয়েছে। কিন্তু সিনেমার পিছনের গল্প? থিয়েটারের গান থেকে যে চালু হল গানের প্রথম রেকর্ডিং, সেটাও তো পরের প্রজন্মের জন্য কোথাও রাখতে হবে? এই ভাবনাগুলো থেকেই আর্কাইভের কথা ভেবেছি,’’ বলছেন দেবজিত্ বন্দ্যোপাধ্যায়। সিনেমার পোস্টার, বুকলেট, লবিকার্ড-ও আছে একেবারে শুরুর সময় থেকে। সময়কে ধরে রাখবে মুদ্রা বা কারেন্সি নোটের বৈচিত্র। সার্বিক শিল্পচর্চার আশায় অ্যাকাডেমি থিয়েটারে থাকছে আরও গুরুত্বপূর্ণ ইতিহাসের দলিল। ‘ইন্দিরা’ গ্যালারিতে চলবে থিয়েটার, গান, সিনেমা নিয়ে প্রদর্শনী। ‘অজিত আলয়’ নামের কক্ষে চলবে মহলা। বর্তমান সঙ্গী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিশাল সংগ্রহের কাজে নেমেছেন দেবজিত্। ২২ এপ্রিল এই আর্কাইভের উদ্বোধন করবেন মাধবী মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement