Entertainment News

আমি চাইনি ‘হাম্মা হাম্মা’র রিমেক হোক: এ আর রহমান

নব্বইয়ের দশকের একটি গান। ‘হাম্মা হাম্মা’। সিনেমার নাম ‘বম্বে’। তেলুগু ও হিন্দিতে দুই ভাষাতেই রিলিজ করেছিল সে সময়ে। সুরকারের বয়স তখন ২৮। এ আর রহমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১১:৪০
Share:

নব্বইয়ের দশকের একটি গান। ‘হাম্মা হাম্মা’। সিনেমার নাম ‘বম্বে’। তেলুগু ও হিন্দিতে দুই ভাষাতেই রিলিজ করেছিল সে সময়ে। সুরকারের বয়স তখন ২৮। এ আর রহমান। তার পর জাতীয় পুরস্কারে মনোনয়ন, ফিল্মফেয়ারে সেরা সুরকার রহমান। ‘বম্বে’ অ্যালবামের বিক্রিও বেড়েছিল চড় চড় করে। ‘তুহি রে’ সে সময়ে প্রেমের ন্যাশনাল অ্যান্থেম হয়ে উঠেছিল। ন়জড় কেড়েছিল সেই অ্যালবামের বাকি সব গানও।

Advertisement

‘হাম্মা হাম্মা’ গেয়েছিলেন রহমান, সুরেশ পিটার্স এবং স্বর্ণলতা। সুপারহিট সেই গানেরই রিমেক ভার্সান শোনা গেল শাদ আলির সিনেমা ‘ওকে জানু’তে। রহমানের দৌলতে সে গানও চার্টবাস্টার কাঁপচ্ছে। তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে রহমান জানালেন, এই গানটির রিমেকে তাঁর ঘোরতর আপত্তি ছিল। বলেই দিলেন, এ গানের রিমেকে ‘না’ মানে ‘না’ই।

আরও পড়ুন

Advertisement

শাহরুখ, আমির, সলমনকে কেন বাদ দিলেন দীপিকা পাড়ুকোন?

শুরু থেকেই এই গানের রিমেকের বিপক্ষে ছিলেন রহমান। তার পর তাতে থাকবে আবার বাদশা-র র‌্যাপ। শেষমেশ এক রকম কালঘাম ঝড়িয়েই প্রযোজক কর্ণ জোহর ও পরিচালক শাদ আলি রহমানকে রাজি করান। রহমানকে তাঁরা জানান, বাদশা-র র‌্যাপ নতুন প্রজন্মের কাছে বেশ গ্রহণযোগ্য। আর ‘হাম্মা হাম্মা’য় র‌্যাপের মিশেলে নাকি গানে চটকদারির মাত্রা আরও বাড়বে।

আরও পড়ুন

হেভি ওয়েট থেকে এক্কেবারে স্লিম হয়ে ফিরছেন এই অভিনেত্রী

এই প্রসঙ্গে রহমান বলেন ‘‘এক জন সঙ্গীতকার তাঁর গানে এতটাও অ্যাগ্রেসিভ হওয়া উ়়চিত নয়। তা হলে সেই গান শ্রোতাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে।’’ যদিও রহমান সম্প্রতি একটি বিনোদনমূলক চ্যানেলের জন্য তামিল ভাষাতে ‘ঊর্বশী ঊর্বশী’ গানটি রিমেক করেছেন। ‘টেক ইট ইজি পলিসি’-তে উঠে এসেছে ডোনান্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, এমনকী নোট বাতিলও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement