Entertainment News

বিয়ের পিঁড়িতে অনুরাগ-কন্যা! গায়েহলুদের ‘সোহাগী’ মুহূর্ত প্রকাশ্যে আনলেন পরিচালক

দীর্ঘ দিন ধরে শেন গ্রেগয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুরাগ-কন্যা। ইতিমধ্যেই বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গিয়েছে। অনুরাগ নিজেই মেয়ের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০
Share:
Anurag Kashyap shared some glimpses from his daughter Aliyah Kashyap’s haldi ceremony

বিয়ের পিঁড়িতে অনুরাগ-কন্যা। ছবি: সংগৃহীত।

বিয়ের পিঁড়িতে বসছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিন ধরে শেন গ্রেগ-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ-কন্যা। ইতিমধ্যেই বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গিয়েছে। অনুরাগ নিজেই মেয়ের গায়েহলুদের ছবি প্রকাশ করেছেন। বর-কনে দু’জনেই এ দিন মিলিয়ে হলুদ রঙের পোশাক বেছে নিয়েছেন।

Advertisement

আলিয়ার পরনে হলুদ লেহঙ্গা। শেন বেছে নিয়েছেন হলুদ রঙের পাঞ্জাবি। গায়েহলুদ থেকে মেয়ে-জামাইয়ের ফুলের পাপড়ি মাখা সোহাগী ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগ। ছবিতে সেই আসরে দেখা যাচ্ছে খুশি কপূরকেও। খুশির পরনেও হলুদ ছাপ লেহঙ্গা। সঙ্গে মানানসই গয়না ও মাথায় বাঁধা খোঁপা।

ছবিতে খুশি ছাড়াও দেখা যাচ্ছে পরিচালক ইমতিয়াজ় আলির কন্যা ইদা আলি ও ফ্যাশন ব্লগার মুসকান চনানাকে। ইদাও সমাজমাধ্যমে গায়ে হলুদের একটি ভিডিয়ো ভাগ করেছেন। শনিবারও প্রাক্-বিবাহ অনুষ্ঠান ছিল। খুশির সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে। খুশি সেই ছবিগুলির সঙ্গে লিখেছেন, “আলিয়া ও শেনের বিয়ের মরসুম শুরু হল।” এই দিন আলিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি গাউন। গলায় নজরকাড়া হার। কনের সহচরীরা এ দিন সকলে পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের অফ শোল্ডার পোশাক।

Advertisement

গত বছর থেকেই জল্পনা, ঠিক কবে বিয়ে করছেন অনুরাগ-কন্যা। গত বছর বাগ্‌দান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেছিলেন সেই বিশেষ দিনে। আগামী ১১ ডিসেম্বর বিয়ে করছেন তাঁরা। বিয়ের ঠিক আগেই মেয়ের বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অনুরাগও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement