এ বার বিচারকের ভূমিকায় অনুরাগ কাশ্যপ

নতুন ভূমিকায় এ বার পরিচালক অনুরাগ কাশ্যপ। বিশতম ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিচারকের আসনে বসছেন তিনি। ১৯৯৬-এ শুরু হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সব ধরনের ছবি প্রদর্শিত হলেও, অনুরাগ মূলত এশিয়ার ফিল্ম নির্বাচন করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০০:০৩
Share:

ছবি: গেটি ইমেজেস।

নতুন ভূমিকায় এ বার পরিচালক অনুরাগ কাশ্যপ। বিশতম ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিচারকের আসনে বসছেন তিনি। ১৯৯৬-এ শুরু হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সব ধরনের ছবি প্রদর্শিত হলেও, অনুরাগ মূলত এশিয়ার ফিল্ম নির্বাচন করবেন।

Advertisement

‘দেব-ডি’, ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’, ‘আগলি’-খ্যাত এই পরিচালক ছাড়াও আরও চার সেলিব্রিটি থাকছেন বিচারকের আসনে। তাঁরা তাইওয়ানিজ পরিচালক সিলভিয়া চ্যাং, কোরিয়ান চিত্র-পরিচালক কিম-তায়-ওং, জার্মান অভিনেত্রী ন্যাসতাসজা কিনস্কি এবং চিত্রসমালোচক স্টেফানি জাকারেক।

দশদিনের এই উৎসব শুরু হচ্ছে পয়লা অক্টোবর থেকে। প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কারমূল্য নির্ধারিত হয়েছে তিরিশ হাজার মার্কিন ডলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement