ছবি: গেটি ইমেজেস।
নতুন ভূমিকায় এ বার পরিচালক অনুরাগ কাশ্যপ। বিশতম ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিচারকের আসনে বসছেন তিনি। ১৯৯৬-এ শুরু হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সব ধরনের ছবি প্রদর্শিত হলেও, অনুরাগ মূলত এশিয়ার ফিল্ম নির্বাচন করবেন।
‘দেব-ডি’, ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’, ‘আগলি’-খ্যাত এই পরিচালক ছাড়াও আরও চার সেলিব্রিটি থাকছেন বিচারকের আসনে। তাঁরা তাইওয়ানিজ পরিচালক সিলভিয়া চ্যাং, কোরিয়ান চিত্র-পরিচালক কিম-তায়-ওং, জার্মান অভিনেত্রী ন্যাসতাসজা কিনস্কি এবং চিত্রসমালোচক স্টেফানি জাকারেক।
দশদিনের এই উৎসব শুরু হচ্ছে পয়লা অক্টোবর থেকে। প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কারমূল্য নির্ধারিত হয়েছে তিরিশ হাজার মার্কিন ডলার।