সলিল চৌধুরী।
ছোটদের গলায় এখন তাদের বয়সের গান কম, বরং বড়দের গান অনেক বেশি। এই ভাবনা থেকেই ছোটদের গানকে ফিরিয়ে আনতে অন্তরা চৌধুরী সূচনা করছেন ‘সুরধ্বনি’র। কিংবদন্তি গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর স্মরণে তাঁরই জন্মদিনে, আগামী ১৯ নভেম্বর হবে এর শুভারম্ভ।
অন্তরা জানান, ‘‘বাবার গানগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলেন আমার মা সবিতা চৌধুরী। সেই কাজটাই করে ফেললাম। সত্তরের দশকের শেষভাগে ছোটদের যে গানগুলো বাংলা সংগীতে নয়া মাত্রা দান করেছিল, তা দিয়েই শুরু হচ্ছে গানের স্কুল ‘সুরধ্বনি’। স্কুলের নামটাও বাবারই লেখা একটি কবিতা থেকে নেওয়া। আর আমাদের উদ্দেশ্য সকলের মাঝে সলিল-গীতি ছড়িয়ে দেওয়া।’’