Akshra Singh

এমএমএস কেলেঙ্কারির পর ফের ভাইরাল ভোজপুরি নায়িকার ভিডিয়ো! চর্চা থামছেই না

নেটমাধ্যমে ভাইরাল এমএমএসের মহিলার সঙ্গে অক্ষরার সাদৃশ্য রয়েছে বলে দাবি। সেই এমএমএস নিয়ে চর্চার মাঝেই ভাইরাল অক্ষরার নতুন ভিডিয়ো। আনন্দবাজার অনলাইন ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৯
Share:

এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিনেত্রী অক্ষরার। —ফাইল ছবি

এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহের। নেটমাধ্যমে ভাইরাল এমএমএসে এক মহিলাকে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে অক্ষরার সাদৃশ্য রয়েছে বলে দাবি করেছেন অনেকে। সেই এমএমএস নিয়ে যখন চর্চা চলছে, তার মাঝেই ভাইরাল হল অক্ষরার নতুন ভিডিয়ো। যে ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন অবশ্য যাচাই করেনি।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, অক্ষরা কাঁদছেন। ক্ষোভ উগরে দিচ্ছেন চলচ্চিত্র জগতের উপর। কোনও কারণে তিনি ইন্ডাস্ট্রির কয়েক জনের উপর ক্ষুব্ধ। ভিডিয়োটিতে চোখ মুছতে মুছতে অক্ষরাকে বলতে শোনা গিয়েছে, ‘‘যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁদের এমনিতেই ভাল লাগবে। সে আমি যেখানেই যাই, যা খুশি করি।’’

ভিডিয়োটি দেখার পর অনেকে বলছেন, এমএমএস কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর এ ভাবে ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষরা। কিন্তু, তা ঠিক নয়। জানা গিয়েছে, অক্ষরার এই ভিডিয়োটি বছর দু’য়েকের পুরনো। এমএমএস কেলেঙ্কারির আবহে নতুন করে তা ভাইরাল হয়েছে।

Advertisement

ভাইরাল এমএমএসটিতে আদৌ অক্ষরা ছিলেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অভিনেত্রী নিজে জানিয়েছেন, ভিডিয়োটি ভুয়ো। তবু চর্চা থামেনি।

অনলাইনে এমএমএস ফাঁস হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ভোজপুরি গায়িকা শিল্পী রাজের নাম জড়ায় এমএমএস কেলেঙ্কারিতে। ‘লক আপ’ প্রতিযোগী অঞ্জলি অরোরার এমএমএসও সম্প্রতি ফাঁস হয়েছে। এই তালিকায় নয়া সংযোজন অক্ষরা।

ভোজপুরি সিনেমায় জনপ্রিয় নাম অক্ষরা। তিনি ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনেও ছিলেন। এ ছাড়া একাধিক মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন অক্ষরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement