যখন ২৫

শিল্পীজীবনের ২৫ বছর হয়ে গেল অনিন্দ্য বসুর। সেই উপলক্ষে আগামী ২৪ মার্চ জ্ঞান মঞ্চে একক পারফরম্যান্স ‘অনিন্দ্য যখন পঁচিশ’ অনুষ্ঠিত হবে। নিজের সুর করা ২৫টি গান তিনি গাইবেন অনুষ্ঠানে। তবে চমক অন্য জায়গায়। তাঁর ‘নীরবে দূরে’ গানটি নতুন করে অ্যারেঞ্জ

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:২৩
Share:

শিল্পীজীবনের ২৫ বছর হয়ে গেল অনিন্দ্য বসুর। সেই উপলক্ষে আগামী ২৪ মার্চ জ্ঞান মঞ্চে একক পারফরম্যান্স ‘অনিন্দ্য যখন পঁচিশ’ অনুষ্ঠিত হবে। নিজের সুর করা ২৫টি গান তিনি গাইবেন অনুষ্ঠানে। তবে চমক অন্য জায়গায়। তাঁর ‘নীরবে দূরে’ গানটি নতুন করে অ্যারেঞ্জ

Advertisement

করা হয়েছে। ঊষা উত্থুপ, রূপঙ্কর, ইমন চক্রবর্তী, জয় সরকার, লোপামুদ্রা মিত্র-সহ অন্যান্য শিল্পীরা গেয়েছেন। ভিডি‌ও তৈরি করা হয়েছে। থিজম আয়োজিত অনুষ্ঠানে যেটা চালানো হবে। নতুন করে ‘নীরবে দূরে’ তৈরি করলেন কেন? ‘‘আমার পঁচিশ বছরের কেরিয়ারে এই গানটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। যে আমার কোনও গান শোনেনি, সে-ও অন্তত এই গানটা শুনেছে। রোম্যান্টিক গান হিসেবে ‘নীরবে দূরে’ অসম্ভব জনপ্রিয়। আমার সহ-শিল্পীরাও আমাকে উৎসাহ দিলেন,’’ বললেন অনিন্দ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement