Tollywood News

চোরের খপ্পরে পড়লেন অমৃতা

নাহ! এটা কোনোও সিনেমার চিত্রনাট্য নয়।খোদ কলকাতায় ঘটনাটি ঘটেছে গতকাল। অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় আর তাঁর মা উবের থেকে নেমে কফি খাওয়ার প্ল্যান করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৮:০০
Share:

অমৃতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

বৃষ্টিভেজা গড়িয়াহাটের সন্ধে। ঘড়িতে সাতটা।গড়িয়াহাট প্যান্টালুনস-এর ঠিক উলটো রাস্তা।
হঠাৎ শোনা গেল এক নারীকণ্ঠের চিৎকার, 'চোর! চোর!' অমৃতা চট্টোপাধ্যায়। ধাওয়া করলেন এক ষন্ডামার্কা চেহারার চোরকে।
সন্ধের গড়িয়াহাটে সেই সময় সাধারণ পোশাকে ঘুরছিলেন এক পুলিশকর্মী। অমৃতার চিৎকার শুনে তিনি অবশেষে পাকড়াও করেন চোর বাবাজীকে।
নাহ! এটা কোনোও সিনেমার চিত্রনাট্য নয়।খোদ কলকাতায় ঘটনাটি ঘটেছে গতকাল। অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় আর তাঁর মা উবের থেকে নেমে কফি খাওয়ার প্ল্যান করছিলেন। ‘‘আর সেই সময়েই আচমকা আমি দেখি একটা মোটাসোটা লোক মাকে ধাক্কা মেরে কী যেন একটা নিয়ে চলে গেল। আমি সেটা দেখেই ওই ভিজে রাস্তায় দৌঁড়তে থাকি। কিছু না ভেবেই। চিৎকার করতে থাকি যাতে আশপাশের লোকজন সচেতন হয়।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ওই পুলিশ অফিসার চোরকে হাতে নাতে ধরেন। অমৃতা বুঝতে পারেন তাঁর মা শর্মিতা চট্টোপাধ্যায়ের সোনার চেন নিয়ে চোর পালাচ্ছিল। ‘‘মা খুব টেনশন করছিল। ভিজে রাস্তায় আমি প্রবল বেগে দৌঁড়চ্ছি। কিন্তু চিৎকার না করলে কাজটা হতো না। চোরকে গড়িয়াহাট পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়’’ বললেন অমৃতা। এফআইআর দায়ের করেন তিনি। পুলিশের তৎপরতায় খুশি অভিনেত্রী।
‘‘যে যেভাবেই আমরা হেনস্থা হই না কেন প্রতিবাদ করা উচিত’’ সাফ জানালেন সাহসী অমৃতা, চোর ধরার পর ক্যারাটে শিখবেন ভাবছেন এই বিজয়িনী।

Advertisement

আরও পড়ুন, অম্বানীর ছেলের বিয়েতে রেগে গেল আরাধ্যা!

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement