অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে কী বলেছিলেন অভিষেক? ছবি: সংগৃহীত।
বিবাহ বিচ্ছেদের সমস্ত রকমের জল্পনায় জল ঢেলে দিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি পোস্ট করে তারকা দম্পতি বুঝিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে সব ঠিকই আছে। ‘গুরু’ ছবির বিশেষ প্রদর্শনের পরেই ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। অমিতাভ বচ্চন সেই দিনের ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন।
অমিতাভ সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “অভিষেক ও ঐশ্বর্যা পরস্পরকে খুবই পছন্দ করে। নিউ ইয়র্কে ‘গুরু’র বিশেষ প্রদর্শনের দিন অভিষেক আমাকে ডেকে বলল, ও ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।” এর পরে বাবা হিসেবে ছেলের কাছে অমিতাভ জানতে চান, “ঐশ্বর্যা সত্যিই খুশি তো?” অভিষেক জানান, ঐশ্বর্যা তাঁর প্রস্তাব মেনে নিয়েছেন। এই শুনে সঙ্গে সঙ্গে অভিষেককে সঙ্গে নিয়ে ঐশ্বর্যার কাছে যান। তার পরে, দু’জনকে নিজের বাড়িতে নিয়ে আসেন। অমিতাভ সাক্ষাৎকারে বলেছিলেন, “ওদের বাড়িতে নিয়ে আসি। ঐশ্বর্যাকে বলি, এটাই তোমার বাড়ি। আর অন্য কিছুতে আমার কী-ই বা যায় আসে!”
২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন অভিষেক ও ঐশ্বর্যা। তার পরে, ২০০৩ সালে ‘কুছ না কহো’ ছবিতে জুটি বাঁধেন তাঁরা। তবে সেই সময়ে দু’জনে স্রেফ বন্ধুই ছিলেন। ‘উমরাও জান’ ও ছবির সময় থেকে প্রেম শুরু হয় তাঁদের। ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক ও ঐশ্বর্যা।