অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
অনেক দিক থেকেই ফার্স্ট বয় অমিতাভ বচ্চন। কখনও অভিনয়, কখনও ব্যবহার, কখনও ছবির সংখ্যা— এমন নানা মাপকাঠিতে তাঁকে এগিয়ে রাখেন অনুরাগীরা। এ বার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে বলিউডে সকলের থেকে এগিয়ে থাকলেন বিগ বি।
সূত্রের খবর, ২০১৮-১৯ অর্থবর্ষে অমিতাভ বচ্চন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নাকি সর্বোচ্চ করদাতা। এই বছরে নাকি ৭০ কোটি টাকা কর দিয়েছেন অমিতাভ। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘বদলা’। তাপসী পান্নুর সঙ্গে সে ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। যার বক্স অফিস কালেকশনও বেশ ভাল। আপাতত অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’র জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এই ছবিতে প্রথমবার রণবীর কপূর এবং আলিয়া ভট্টের সঙ্গে দেখা যাবে অমিতাভকে।
আরও পড়ুন, রণবীরকে দেখলে কেন লজ্জা পায় আরাধ্যা?
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)