Amitabh Bachchan On Kavya Maran

শাহরুখের জয় নয়, বরং ছোট্ট মেয়ে কাব্যের চোখের জল দেখে পাশে দাঁড়ালেন অমিতাভ

কেকেআরের জয়, এত আনন্দ উল্লাসের মাঝে অবশ্য চোখে জল সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্য মারানের। কষ্ট পেলেন অমিতাভও!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৪ ১৩:১০
Share:

(বাঁ দিকে) কাব্য মারান। অমিতাভ বচ্চন (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জিতেছে তারা। কলকাতা জেতার পর মাঠেই শুরু হয় উল্লাস। মাঠের মাঝে বেঙ্কটেশকে জড়িয়ে ধরেন শ্রেয়স। মাঠে ছুটতে ছুটতে ঢুকে পড়েন রিঙ্কু সিংহ, হর্ষিত রানারা। একে অপরের ঘাড়ে উঠে পড়েন তাঁরা। উচ্ছ্বাসের তোড়ে ভেসে যান সাপোর্ট স্টাফেরাও। মাঠে সপরিবার নেমে পড়েন শাহরুখ খানও। কেকেআরের প্রতিটি ম্যাচের পরে মাঠ পরিক্রমা করেন শাহরুখ। এ বার জেতার পরই ছেলে-মেয়ে স্ত্রীকে নিয়ে মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ জানান। তবে এত আনন্দ উল্লাসের মাঝে অবশ্য চোখে জল সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্য মারানের। উঠে দাঁড়িয়ে কলকাতার জয়ে অভিবাদন জানালেও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি কাব্য। তাঁর অশ্রুসজল আঁখি দেখে কলম ধরলেন অমিতাভ। শাহরুখের জয় নয়, বরং কাব্যের হারে পাশে দাঁড়ালেন অমিতাভ!

Advertisement

কাব্যের চোখের জল দেখে অভিনেতা লেখেন,‘‘যদিও কেকেআর তাদের কাঙ্ক্ষিত জয় পেয়েছে, তবে আমি হায়দরাবাদের হারে হতাশ হয়েছি, কারণ প্রথম থেকেই ওরা ভাল খেলেছে। যেটা সব থেকে খারাপ লেগেছে, হায়দরাবাদ হারের পর দেখি মিষ্টি মেয়েটার চোখে জল, ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে চোখের জল মুছে নিল সে। আমার খুব খারাপ লেগেছে ওকে দেখে। তবে ভেঙে না পড়ে আগামী দিনের কথা ভাবো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement