Project K

অমিতাভ-দীপিকা-প্রভাসের ছবির নতুন চমক! কেমন হতে চলেছে দক্ষিণী ছবি?

বক্স অফিসের সফল ‘পাঠান’। খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরছেন দীপিকা পাড়ুকোন। শুরু হতে চলেছে ‘প্রজেক্ট কে’-এর কাজ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪২
Share:

শুরু হতে চলেছে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও প্রভাসের ‘প্রজেক্ট কে’-এর কাজ। ফাইল চিত্র।

বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। সঙ্গে নিজের নতুন প্রসাধনী সংস্থার প্রচারেও বেশ ব্যস্ত তিনি। সাফল্যের তুঙ্গে থেকেও কাজ থেকে একচুলও সরতে নারাজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খুব শীঘ্রই পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে ফিরতে চলেছেন দীপিকা পাড়ুকোন। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তাবড় তারকারা। খবর, দু’ভাগে তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’।

Advertisement

দু’ভাগে তৈরি হতে চলেছে নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’। ছবি: সংগৃহীত।

পরিচালকের নাগ অশ্বিনের স্বপ্নের ছবি ‘প্রজেক্ট কে’। ঘোষণার পর থেকেই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অমিতাভ, দীপিকা পাশাপাশি ছবিতে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী মেগাস্টার প্রভাসকে। স্বভাবতই ছবি নিয়ে চর্চাও কম নয়। এ বার খবর, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজ়ির পথেই হাঁটতে চলেছে ‘প্রজেক্ট কে’। ছবির নির্মাতাদের দাবি, চিত্রনাট্য স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এই ছবি। প্রথম ভাগে প্রাধান্য পাবে ছবির চরিত্র ও তাদের মধ্যের দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের উপরই বেশি জোর দেবেন নির্মাতারা। ভারতীয় সিনেমার ইতিহাসে গত ৫০ বছরে এমন ছবি হয়নি, দাবি ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ়’-এর।

তবে দু’ভাগে তৈরি হলেও ছবির শুটিংয়ের সময়ের মধ্যে বিরতি রাখতে নারাজ ছবির নির্মাতারা। চিত্রনাট্যের প্রবহমানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত ছবির নির্মাতাদের। খবর, ছবির সব কাজ শেষ হলে এক বছরের মধ্যেই কয়েক মাসের ব্যবধানে মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’। এ ক্ষেত্রে তারকা পরিচালক মণি রত্নমের ‘পিএস-১’ ও ‘পিএস-২’-এর দেখানো পথে চলতে চান ‘প্রজেক্ট কে’-এর পরিচালক নাগ অশ্বিন। হিন্দি ও তেলুগু— দুই ভাষাতেই শুটিং চলছে ছবির। ছবিতে অন্যতম চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পটনিকেও। আগামী বছর এপ্রিল নাগাদ মুক্তি পেতে চলেছে ‘প্রজেক্ট কে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement