অমর্ত্য রায়।
অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’ দিয়ে গত বছর টলিউডে পা রেখেছিলেন চৈতী ঘোষালের ছেলে অমর্ত্য রায়। তবে ক্যামেরার সামনে তাঁর প্রথম অভিনয় করা ছবি ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’। মিতালি ঘোষাল পরিচালিত এই ছবিতে অভিনয়ের পাশাপাশি মিউজ়িকও কম্পোজ় করেছেন তিনি। ছবির তিনটি গানের দু’টি তাঁর তৈরি। আগামী মাসে মুক্তি পাচ্ছে সেই ছবি।
ছবির মুখ্য চরিত্রে বরুণ সোবতি ও অমর্ত্য। প্রথম ছবিতে অবাঙালি চরিত্র করলেও এই ছবিতে অমর্ত্যর চরিত্র বাঙালি ক্রিকেটারের। ক্রিকেট খেলার খুঁটিনাটি শিখেছেন গৌতম দেবের কাছে, যিনি এক সময়ে বাংলার ক্রিকেট টিমকেও প্রশিক্ষণ দিয়েছেন।
অমর্ত্যর প্যাশন মিউজ়িক। রাতের আড্ডায় তাঁর বাজানো গিটারের স্ক্র্যাচ শুনেই ছবির মিউজ়িক কম্পোজ়ের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। নিজের কণ্ঠে গাওয়া একটি গান শুনিয়েছিলেন প্রোডাকশন হাউসকে। ‘‘নিজের মুখেই বলছি, ওই গান শুনে হাউসের সবাই মুগ্ধ হয়েছিলেন’’ উচ্ছ্বসিত অমর্ত্য। তাই প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত, ছবির এন্ড ক্রেডিটে শোনা যাবে অমর্ত্যর কণ্ঠের গান। ওই গানটির আর একটি ভার্সন গেয়েছেন অমিত মিশ্র। অমর্ত্যর নির্দেশনায় ছবির ‘কামব্যাক সং’ গেয়েছেন সিদ্ধার্থ মহাদেবন।
ছবিতে অমর্ত্যর দিদির চরিত্রে রয়েছেন চৈতী। আছেন রাজেশ শর্মা, রজিত কপূর ও পঞ্ছি বোরা প্রমুখ।