Allu Arjun

‘পুষ্পা ২’ মুক্তির সময় হাজতবাস হয়, এ বার বড় সিদ্ধান্ত, নাম বদলে ফেলছেন অল্লু!

‘পুষ্পা ২’ র সাফল্যের স্বাদ তো দূর। সেই সময় থানা-পুলিশ-আদালতের চত্বরে যেতে হয় অল্লু অর্জুনকে। এ বার নতুন বছরে কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:৩২
Share:

কেন এমন সিদ্ধান্ত নিলেন অল্লু? ছবি: সংগৃহীত।

ডিসেম্বরে মুক্তি পেয়েছে অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এই ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে অল্লুর বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর অল্লুকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পরে অন্তর্বতী জামিনে মুক্ত হন অভিনেতা। কিন্তু ‘পুষ্পা ২’-র সাফল্যের স্বাদ নেওয়ার তুলনায় থানা-পুলিশ-আদালতের চত্বরে যেতে হয় তাঁকে। এ বার নতুন বছরে নতুন সিদ্ধান্ত নিলেন অল্লু!

Advertisement

আসলে নিজের নাম বদল করছেন অভিনেতা। এমনিতেই আগে অভিনেতারা নিজেদের আসল নাম বদলে ধারণ করতেন পর্দার নাম। এখন সেই প্রবণতা অনেকটা কম। যদিও জীবনে সফল হতে কিংবা বাধাবিঘ্ন থেকে মুক্ত থাকতে সংখ্যাতত্ত্বের উপর বিশ্বাস করেন অনেকেই। সেই দিকেই তা হলে পা বাড়ালেন অভিনেতা! শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁর অল্লু নামে যুক্ত হতে পারে আরও একটি ‘ইউ’ কিংবা অর্জুনের সঙ্গে যুক্ত হতে পারে একটি বাড়তি ‘এন’। শোনা যাচ্ছে, নিজের কর্মজীবনে শ্রীবৃদ্ধি করতেই এমন পদক্ষেপ অভিনেতার। যদিও এই প্রসঙ্গে অল্লু এখনও আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement