ছবি: সংগৃহীত।
সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়নি, এমসের চিকিৎসক দল দ্বিতীয় বার ময়না-তদন্ত করে এই মত জানানোর পরে এখন সিবিআইয়ের উপরে তদন্ত-রিপোর্ট প্রকাশ করার জন্য চাপ বাড়ছে। আজ সুশান্তের বোন শ্বেতা সিংহ কীর্তি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘কঠিন সময়ে ধৈর্য ধরে রাখাই আসল পরীক্ষা। প্রার্থনা করি, সত্য প্রকাশিত হবে।’’ ইনস্টাগ্রাম পোস্টে হ্যাশট্যাগ (#) দিয়ে ‘সকলের নজর সিবিআইয়ের দিকেই’ লিখেছেন শ্বেতা। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখণ্ডে একই হ্যাশট্যাগ দিয়ে শ্বেতার পোস্টটি রি-পোস্ট করেছেন।
তবে এমসের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুশান্তদের পারিবারিক আইনজীবী বিকাশ সিংহ। তিনি আজ টুইট করেন, ‘‘কী করে নিশ্চিত ভাবে এই সিদ্ধান্তে পৌঁছল এমস! বিশেষ করে যেখানে তারা নিজেরা ময়না-তদন্ত করার সুযোগ পায়নি এবং মুম্বইয়ের হাসপাতালের করা খুব খারাপ ময়না-তদন্তের ভিত্তিতে তাদের রিপোর্ট তৈরি করেছে।’’ আইনজীবীর দাবি, সিবিআই নতুন ফরেন্সিক দল গঠন করে তাদের নতুন করে তদন্তের দায়িত্ব দিক।
আজ কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেছেন, এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। এর আগেও অধীর দাবি করেছিলেন, মিথ্যা মামলায় রিয়াকে ফাঁসানো হয়েছে। টুইটারে অধীর আজ লিখেছেন, ‘‘সুশান্তের মৃত্যুতে আমরা ব্যথিত। কিন্তু এক মহিলাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেই তো তদন্তের কিনারা হবে না!’’ তাঁর প্রশ্ন, ‘‘এমস আত্মহত্যার পক্ষে রিপোর্ট দেওয়ার পরে এ বার কি বিজেপি ফরেন্সিক দলটির সমালোচনা শুরু করবে?’’
আরও পড়ুন: রাজ চক্রবর্তীর নাম করে প্রতারণা, থানায় গেলেন পরিচালক
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহুবলী’ খ্যাত তামান্না
গত কাল এমসের ছয় সদস্যের ফরেন্সিক দল জানিয়েছিলেন, সুশান্তের ভিসেরার অবশিষ্ট ২০ শতাংশ পরীক্ষা করে তাঁরা মাদক বা বিষ পাননি। ফলে তাঁরা নিশ্চিত যে, অভিনেতাকে বিষ খাইয়ে খুন করা হয়নি। শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছিল। গলায় ফাঁসের দাগ ছাড়া দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না। ফলে নিশ্চিত ভাবে বলা যেতে পারে যে, সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন।’’