Bollywood Controversy

মাথায় দু’কোটির দেনা! ঘটা করে ঘোষণার পরেও মাঝপথেই বন্ধ অক্ষয়ের ছবির শুটিং

দিন কয়েক আগে নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দেনার দায়ে মাঝপথে বন্ধ করতে হল সেই ছবির শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৬
Share:

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

গত ৯ সেপ্টেম্বর ৫৬-য় পা দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের হালের রেওয়াজ বজায় রেখে জন্মদিনে নিজের পরবর্তী ছবির ঘোষণা করেছিলেন অক্ষয়। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যেতে চলেছে সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মতো তারকাদের। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর তা নিয়ে উৎসাহও দেখিয়েছিলেন নেটাগরিকরা। তবে ঘটা করে ছবির ঘোষণা করাই সার! ছবি ঘোষণার দিন দুয়েকের মধ্যেই বন্ধ হয়ে গেল শুটিং। খবর, মাথার উপর দু’কোটি টাকা দেনা রয়েছে ছবির নির্মাতাদের এবং সেই বকেয়া টাকা শোধ না করা পর্যন্ত ছবির শুটিং শুরু হবে না।

Advertisement

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রযোজক ফিরোজ় নাদিয়াদওয়ালার বিরুদ্ধে বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তোলেন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে অ্যাসোসিয়েশন’ কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’-এর মুক্তির পরেও ছবির সঙ্গে জড়িত প্রযুক্তিবিদদের পারিশ্রমিক মেটাননি প্রযোজক। সেই বছরই নাকি নাদিয়াদওয়ালার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে একটি বিবৃতি জারি করেন কর্তৃপক্ষ। পারিশ্রমিকের চার কোটির টাকার মধ্যে মাত্র দু’কোটি টাকা দিয়েছিলেন তিনি। তিন বছর পরেও বাকি দু’কোটি টাকা মেটাননি প্রযোজক। ফেডারেশনের দাবি, বকেয়া না মেটানো পর্যন্ত অক্ষয় ও দিশার মতো অভিনেতাদের কাছেও নাকি ছবির শুটিং শুরু না করার আর্জি রেখেছেন তাঁরা।

গত ৯ সেপ্টেম্বর সমাজমাধ্যমের পাতায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন অক্ষয়। এক ঝাঁক তারকাকে সঙ্গে নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন বলিউডের ‘খিলাড়ি’। আগামী বছর ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। যদিও শুটিং শুরু হ‌ওয়া ঘিরে আপাতত দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement