Ajaz Khan

মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েই কোভিড আক্রান্ত এজাজ, তদন্তকারী আধিকারিক নিভৃতবাসে

বলিউডের মাদক মামলায় অভিযুক্ত ‘ক্যায়া হোগা নিম্মো কা’ ধারাবাহিকের অভিনেতা। বুধবার এজাজকে গ্রেফতার করে এনসিবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ২২:০১
Share:

অভিনেতা এজাজ খান

মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই কোভিড আক্রান্ত অভিনেতা এজাজ খান। এই মামলার তদন্তকারী আধিকারিকেরও কোভিড পরীক্ষা করা হবে তাড়াতাড়ি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সূত্রে খবর, তাদের হেফাজত থেকে এজাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে।

Advertisement

বলিউডের মাদক মামলায় অভিযুক্ত ‘ক্যায়া হোগা নিম্মো কা’ ধারাবাহিকের অভিনেতা। বুধবার এজাজকে গ্রেফতার করে এনসিবি। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে নামার পরে এনসিবি মুম্বই জোনাল ইউনিট এজাজ খানকে আটক করে। মঙ্গলবার মধ্য রাতে তাঁর বয়ান রেকর্ড করা হয়। ফের গ্রেফতার করা হয় অভিনেতাকে। ৩ এপ্রিল পর্যন্ত তিনি এনসিবি-র হেফাজতে থাকবেন বলে জানিয়েছে আদালত।

কিন্তু করোনা সংক্রমণের পরে আপাতত তিনি হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলছে ‘দিয়া অউর বাতি হম’-এর পরিচিত মুখ এজাজের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement