Aryan Khan

‘গুন্ডাদের থেকে বড়জোর বাঁচাতে পারি’, একই জেলে আরিয়ান ও রাজ! কেমন ছিলেন শাহরুখ-পুত্র?

সংশোধনাগারের অন্দরমহলে কেমন ছিলেন আরিয়ান ও রাজ কুন্দ্র, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা অ্যাজাজ় খান। এমনকি কারাবাসের মধ্যে গুন্ডা-মাফিয়াদের হাত থেকে আরিয়ানকে বাঁচানোর প্রসঙ্গও টানেন অ্যাজাজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৮:০৮
Share:
Ajaz Khan revealed he helped Aryan Khan and Raj Kundra in jail

একই জেলে ছিলেন আরিয়ান ও রাজ। ছবি: সংগৃহীত।

মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। মুম্বইয়ের আর্থার রোড জেলে বেশ কিছু দিন কাটিয়েছিলেন তিনি। একই সময়ে ওই সংশোধনাগারে ছিলেন রাজ কুন্দ্রা ও অ্যাজাজ় খান। মাদক মামলাতেই গ্রেফতার হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা অ্যাজাজ়ও। সংশোধনাগারের অন্দরমহলে কেমন ছিলেন আরিয়ান ও রাজ কুন্দ্রা, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন অ্যাজাজ়। এমনকি জানান, কারাবাসের সময় নাকি তিনিই গুন্ডা-মাফিয়াদের হাত থেকে বাঁচিয়েছিলেন আরিয়ানকে। তারকাদের নিয়ে আক্ষেপও ঝরে পড়েছে তাঁর গলায়।

Advertisement

রাজ কুন্দ্রার বিষয়ে অ্যাজা়জ় বলেছেন, “রাজ কুন্দ্রা রোজ আমার কাছে নানা আর্জি রাখতেন। কখনও জল চাইতেন, কখনও রুটি বা বিস্কুট চাইতেন। জেলের সুপারিনটেনডেন্ট ওঁকে জল পর্যন্ত দিতে নিষেধ করেছিলেন। বলেছিলেন, সাধারণ জল খাও। বোতলবন্দি জল দেওয়া যাবে না। কিন্তু ওঁরা তো সাধারণ জল খেলে অসুস্থ হয়ে পড়েন!”

রাজের সঙ্গে কাটানো সময় নিয়ে অ্যাজাজ় বলেছেন, “রাজ আমার সঙ্গে যা সময় কাটিয়েছেন, নিজের স্ত্রীর সঙ্গেও তেমন সময় কাটাননি! ২৪ ঘণ্টাই একসঙ্গে থাকতে হত। তার সঙ্গে দুঃখ-কষ্ট তো থাকেই। কারাবাসে ওঁকে অনেক সাহায্য করেছি। কিন্তু এখন ওঁর বাড়িতে বড় পার্টি হয়। আমাকে কখনওই ডাকে না। দুর্দিনের কথা ও ভুলে গিয়েছে।”

Advertisement

এর পরেই আরিয়ানকে নিয়ে অ্যাজাজ় বলেন, “আরিয়ান খানও আমাদের সঙ্গে ছিল। শাহরুখ খানের ছেলেকেও আমি জল, সিগারেট সব দিতাম। কারাবাসে এটুকুই দিতে পারি। আর কীই বা দেব! তা ছাড়া গুন্ডা মাফিয়াদের থেকে বাঁচাতে পারি।” আরিয়ানকে আর্থার জেলে এক নম্বর ব্যারাকে রাখা হয়েছিল। অ্যাজাজ় ও রাজ কুন্দ্রা থাকতেন ছয় নম্বর ব্যারাকে। ‘বিগবস্‌ ৭’-এ নজর কেড়েছিলেন অ্যাজাজ়। আগামী দিনে ‘হাউজ় অ্যারেস্ট’ নামের এক সিরিজ়ে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement