Aishwarya Rai Bachchan

‘বচ্চন’ পদবি ত্যাগ, অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা, জবাব দিলেন ঐশ্বর্যা?

জল্পনা চলছিলই, অভিষেক-ঐশ্বর্যার মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। গত দেড় বছর চুপ থাকার পর যেন এ বার উত্তর দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১
Share:

ঐশ্বর্যা-অভিষেকের বিচ্ছেদের জল্পনার মাঝে সামনে এল কোন ছবি? ছবি: সংগৃহীত।

গত বছর থেকে ক্রমাগত জল্পনা তাঁদের দাম্পত্য জীবন ঘিরে। বলিপাড়ায় কানাঘুষো, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। নিত্যদিন তাঁদের নিয়ে নয়া গুঞ্জন। এর মাঝেই দুবাইয়ে একটি অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের জল্পনা যেন নিজেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন ঐশ্বর্যা। নিজের পদবি থেকে বচ্চন সরিয়ে ফেলেছিলেন। এ ছাড়াও অতীতের ঘটনাক্রম যেন তাঁদের মধ্যে যে সব ঠিক নেই তারই ইঙ্গিত দিচ্ছিল। মাস কয়েক ধরে জল্পনা ছিল অভিষেক-ঐশ্বর্যার মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। গত দেড় বছর চুপ থাকার পর যেন এ বার উত্তর দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Advertisement

গত কয়েক দিন ধরেই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। কখনও ‘অদ্ভুত’ বলে পোস্ট দিয়েছেন। কখনও রাগী ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’। তাতে অবশ্য তেমন কোনও ফল মেলেনি। এ বার নিজে থেকেই যেন সবটা স্পষ্ট করেছেন ঐশ্বর্যা। একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে ঐশ্বর্যা-অভিষেকের। একটি অনুষ্ঠানে স্বামী অভিষেক ও মা বৃন্দা রাইকে নিয়ে নিজস্বী তুললেন ঐশ্বর্যা। এই ছবি দেখে স্বস্তিতে ফিরেছেন তাঁদের অনুরাগীরা। যাঁরা এত দিন ধরে ভাবছিলেন, বিয়ে ভেঙে যাবে তারকা দম্পতির, এই ছবির মাধ্যমে যেন নিশ্চুপে তাঁদের উত্তর দিলেন অভিনেত্রী। যদিও এই ছবি পুরনো না কি সম্প্রতি তোলা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement