Kubbra Sait

৩০-এই গর্ভপাত, বর্তমানে একা, কুবরার প্রেমিক ছিলেন ভারতের ধনকুবের, মৃত্যু হয় পথ দুর্ঘটনায়

বর্তমানে ‘সিঙ্গল’ কুবরা। তাঁর প্রেমিক ছিলেন ভারতের অন্যতম ধনকুবের। ২০১৬ সালে নিজেই জানিয়েছিলেন সম্পর্কের কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৪:০৮
Share:
অভিনেত্রী কুবরা সৈতের ধনকুবের প্রেমিকের পরিচয়।

অভিনেত্রী কুবরা সৈতের ধনকুবের প্রেমিকের পরিচয়। ছবি: সংগৃহীত।

সাহসী তিনি পর্দায়, সাহসী ব্যক্তিজীবনেও। প্রেম, বিবাহ, সংসার, সন্তান নিয়ে ভাবতে রাজি নন— সাফ জানিয়ে দিতে পারেন অক্লেশে। অথচ, দীর্ঘ দিনের প্রেমিকের মৃত্যুর পর আজও কুবরা সৈত একাকী।

Advertisement

অভিনয় জগতে পা রাখার অনেক দিন পর ‘সেক্রেড গেম্‌স’ সিরিজ়ে রূপান্তরকামী কুকু-র চরিত্রে নজর কাড়েন কুবরা। যদিও অভিনয় দুনিয়ায় তাঁর সফর শুরু হয়েছে একটু দেরিতে। প্রথম জীবনে চাকরিজীবী ছিলেন অভিনেত্রী। অবশেষে নিজের শখকেই মূল্য দেন। চলে আসেন মুম্বই। তার পরও বহু বছর কুবরা বলিউডে নিজের ভাগ্যপরীক্ষা করেছেন। কাজ করেছেন নামজাদা অভিনেতাদের সঙ্গে, কিন্তু প্রচারের আলো পড়েনি তাঁর গায়ে। কুকু চরিত্রে অভিনয়ের পরই নজর কাড়েন, পান জনপ্রিয়তা।

পর্দায় কুবরা যতটা সাহসী, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই। আত্মজীবনীতে কুবরা স্বীকার করেছেন, মাত্র ৩০ বছর বয়সেই গর্ভপাত করাতে হয় তাঁকে। তা-ও আবার এক রাতের পরিচিতের কারণে। এখন ‘সিঙ্গল’ তিনি। কিন্তু এক সময় এক ধনকুবেরের সঙ্গে ছিল তাঁর সম্পর্ক। ২০১৬ সালে নিজেই জানিয়েছিলেন সেই সম্পর্কের কথা। কিন্তু বিচ্ছেদ হয় মর্মান্তিক ভাবেই। মারাত্মক দুর্ঘটনার বলি হন কুবরার প্রেমিক।

Advertisement

বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। প্রেমিক নেই। বলা ভাল তিনি এখন প্রেমে নেই। ২০২২ সালের পর থেকেই তিনি ‘সিঙ্গল’। কাউকে বিয়ে করতেও চান না। বরং একত্রবাসে স্বচ্ছন্দ তিনি। একসময় তিনি দীর্ঘ দিন কাটান টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীর সঙ্গে। ২০২২ সালে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাসের। তার পর থেকেই আর কখনও প্রেমের সম্পর্কে জড়াননি অভিনেত্রী। যদিও কুবরা নিজেই জানিয়েছেন, ‘২৩-এ বিয়ে, ৩০ সন্তান’— এমন জীবনযাপনে তিনি বিশ্বাসী নন। সেই কারণে যখন এক রাতের সঙ্গমের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, একাই সিদ্ধান্ত নেন গর্ভপাতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement