Phirki

গল্প এগোল

শাশুড়ি বউমার চেনা বিবাদের অংশ হবে? এমন অনেক প্রশ্ন  নিয়েই গল্প বলা হবে বারো বছরের পরের ‘ফিরকি’তে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০০:২৮
Share:

ধারাবাহিকের দৃশ্য

প্রায় বারো বছর এগিয়ে যাবে ‘ফিরকি’। ‘লক্ষ্মী’ মায়ের স্বপ্ন সফল করে এলএলবি পাশ করেছে ‘ফিরকি’। কিন্তু একই সঙ্গে ফিরকির জীবনে আসছে প্রেমও। উকিল হলেও সে কি পারবে, মায়ের পাশে দাঁড়িয়ে সমাজের চোখে মায়ের সম্মান ফেরাতে? নাকি সে বেছে নেবে, সুখের জীবন? শাশুড়ি বউমার চেনা বিবাদের অংশ হবে? এমন অনেক প্রশ্ন নিয়েই গল্প বলা হবে বারো বছরের পরের ‘ফিরকি’তে।

Advertisement

লকডাউনের পর বদল করা হয়েছিল শিশু ‘ফিরকি’ অর্থাৎ মাহি সিংহকে। বদলে এসেছিল অদ্রিজা মুখোপাধ্যায়। এ বার সম্প্রীতি পোদ্দারকে এই চরিত্রে দেখা যাবে। তাঁর কখায়, ‘‘টেনশনে আছি। দু’জনেই নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। আমিও যাতে সেই জায়গাটা ধরে রাখতে পারি, চেষ্টা করব।’’

আরও পড়ুন: হাজার পর্বে ‘করুণাময়ী রাণী রাসমণি’, সব বয়সেই বাজিমাত দিতিপ্রিয়ার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement