Bochorer Best 2024

‘এত প্রতিভাবানের সামনে আমি নগণ্য’, ‘বছরের বেস্ট ২০২৪’-এ পুরস্কৃত হয়ে জানালেন সৌমিতৃষা

পরনে কালো সিকুইনড্‌ পোশাক। টান টান করে বাঁধা চুল। এই সাজেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ‘মিঠাই’ সৌমীতৃষা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর হাতে তুলে দেন পুরস্কার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২১:৩৫
Share:
Actress Soumitrisha Kundu awarded for her achievement at the BB 2024

সৌমিতৃষার হাতে সেরার শিরোপা তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

ছোট পর্দা থেকে সফর শুরু। বাঙালি দর্শক তাঁকে চেনে ‘মিঠাই’ নামে। সেখান থেকে সোজা পাড়ি বড় পর্দায়। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম তারকা দেবের নায়িকা হয়ে ‘প্রধান’ ছবিতে অভিনয়। সম্প্রতি ওটিটি মঞ্চেও তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছেন। সমাজমাধ্যমেও তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। এ বার ‘বছরের বেস্ট ২০২৪’-এ বিনোদন জগৎ থেকে সেরার শিরোপা পেলেন সৌমীতৃষা কুন্ডু।

Advertisement

পরনে কালো রঙের সিকুইনড্‌ পোশাক। টান টান করে বাঁধা চুল। এই সাজেই অনুষ্ঠানে উপস্থিত হলেন অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর হাতে তুলে দেন পুরস্কার। তার পর হাতে উঠে আসে মাইক্রোফোন। মজা করে অভিনেত্রীর উদ্দেশে সঞ্চালিকা পাওলি প্রশ্ন ছুড়ে দেন, “বুম্বাদার হাত থেকে পুরস্কার পাওয়া কিন্তু বড় ব্যাপার! শুনেছি, সৌমীতৃষা নাকি কেনাকাটা করতে খুব ভালবাসেন। টানা এক মাস যদি কেনাকাটা করতে না-পারেন তা হলে অসুবিধা হবে না?” কাঁপা গলায় সৌমীতৃষার উত্তর, “যদি অভিনয়ের মধ্যে থাকি, অসুবিধা হবে না।”

পুরস্কার পেয়ে সৌমীতৃষার স্বীকারোক্তি, “সত্যিই আমার গলা কেঁপে যাচ্ছে।” এই মঞ্চে পুরস্কৃত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “উপস্থিত সকলকে আমার প্রণাম। এখানে যাঁদের আমি দেখছি, যাঁরা পুরস্কার পাচ্ছেন, প্রত্যেকে খুব গুণী। তাঁদের প্রতিভার সামনে আমি অতি নগণ্য। আমি শুধু অভিনয়টুকু করতে পারি।” মঞ্চে দাঁড়িয়ে সৌমীতৃষা জানান, এই পুরস্কার তাঁর কাছে খুবই সম্মানের। ধন্যবাদ জানান আনন্দবাজার ডট কমকে। অভিনেত্রী বলেন, “এমন সম্মানে ভূষিত হলে, আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। আরও এগিয়ে যেতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে যাতে আরও এগোতে পারি, সেই আশীর্বাদ দেবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement