Janhvi Kapoor

‘পুরুষদের ঋতুস্রাব হলে পরমাণু যুদ্ধ লেগে যেত’, শারীরিক যন্ত্রণা নিয়ে কী বললেন জাহ্নবী?

ঋতুস্রাব বিভিন্ন মহিলার শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। কিন্তু এই যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা, মনে করেন জাহ্নবী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩
Share:
Actress Janhvi Kapoor said Men would not have bared period pain dgtl

ঋতুস্রাব নিয়ে মন্তব্য জাহ্নবীর। ছবি: সংগৃহীত।

ঋতুস্রাব নিয়ে আগেও মুখ খুলেছেন জাহ্নবী কপূর। ঋতুস্রাবের সময়ে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এ বার দাবি করলেন, এই ধরনের যন্ত্রণা পুরুষেরা সহ্য করতে পারতেন না। পুরুষদের ঋতুস্রাব হলে পরমাণু যুদ্ধ লেগে যেত।

Advertisement

ঋতুস্রাব বিভিন্ন মহিলার শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। কিন্তু এই যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা, মনে করেন জাহ্নবী। কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করেন, “এখন কি মাসের সেই সময়টা চলছে?” এই প্রসঙ্গে জাহ্নবী বলেন, “এই প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তা হলে আপনাকে স্বাগত। কারণ, এই যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং ভিন্ন প্রভাব ফেলে মহিলাদের শরীরে।”

জাহ্নবী এই প্রসঙ্গে আরও বলেন, “আমি নিশ্চিত বলতে পারি, এক মিনিটের জন্যও এই যন্ত্রণা ও মেজাজের ওঠাপড়া পুরুষরা মেনে নিতে পারবেন না। পুরুষদের ঋতুস্রাব হলে হয়তো পরমাণু যুদ্ধ বেধে যেত।”

Advertisement

নিজের ঋতুস্রাবের অভিজ্ঞতাও জানিয়েছিলেন অভিনেত্রী। ঋতুস্রাবের যন্ত্রণা নাকি এমন জায়গায় পৌঁছত যে, জাহ্নবী তাঁর সম্পর্ক ভাঙতেও উদ্যত হয়েছেন একাধিক বার। প্রায় প্রতি মাসেই যখন যন্ত্রণা অসহ্য হয়ে উঠত, তার প্রভাব গিয়ে পড়ত সম্পর্কের উপর। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক ভাবেও ভেঙে পড়তেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement