Suicide Attempt

আত্মহত্যার চেষ্টা দক্ষিণী অভিনেত্রীর, কাঠগড়ায় দাম্পত্য

মাত্র কয়েক দিন আগেই ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী চৈত্র কতুর তাঁর দাম্পত্য জীবন শুরু করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ২০:১১
Share:

চৈত্র কতুর

ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কন্নড় অভিনেত্রী। মাত্র কয়েক দিন আগেই ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী চৈত্র কতুর তাঁর দাম্পত্য জীবন শুরু করেছেন। কিন্তু স্বামীর সঙ্গে সমস্যার ফলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

কর্ণাটকের কোলারে থাকেন চৈত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটার পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল আছেন তিনি।

তাঁর স্বামী নাগার্জুনা পেশায় এক জন ব্যবসায়ী। গণপতি মন্দিরে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের আগে বেশ কিছু বছর প্রেমের সম্পর্কে ছিলেন চৈত্র ও নাগার্জুনা। কিন্তু বিয়ে হতেই জানা যায়, নাগার্জুনা বিয়ে করতে চাননি। তিনি জানান, চাপে পড়ে বিয়ে করতে হয়েছিল তাঁকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিয়েতে সম্মতি ছিল না নাগার্জুনার পরিবারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement