Koushik Sen

করোনা আক্রান্ত কৌশিক এবং রেশমি সেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ অভিনেতার

ইতিমধ্যেই একাধিক টেলি ও টলি তারকা আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দু’দিন আগেই অভিনেতা জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় করোনা সংক্রমিত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৮:৩২
Share:

কৌশিক সেন

বলিউডের পাশাপাশি টলিউডেও ক্রমশ বড় হচ্ছে করোনার ছায়া। ইতিমধ্যেই একাধিক টেলি ও টলি তারকা আক্রান্ত এই ভাইরাসে। দু’দিন আগেই অভিনেতা জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় করোনা সংক্রমিত হন। সেই তালিকায় নতুন সংযোজন কৌশিক সেন এবং রেশমি সেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, একই সঙ্গে করোনায় আক্রান্ত এই তারকা দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল কৌশিক সেনের সঙ্গে। অভিনেতার কথায়, ‘‘১৪ এপ্রিল আমি, ১৮ এপ্রিল রেশমি করোনায় আক্রান্ত হই। যদিও আমাদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছে।’’ একই সঙ্গে তিনি ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কৌশিক হতবাক, দেশের মানুষ নাজেহাল, তার পরেও নরেন্দ্র মোদী একের পর এক সভা করে যাচ্ছেন! নির্বাচনকে কেন্দ্র করে বুথের বাইরে হিংসা। তাঁর প্রশ্ন, ‘‘সাধারণ মানুষ কি বুঝতে চাইছেন না, জীবনের থেকে দামি আর কিছুই হতে পারে না?’’

কী ভাবে কোভিড আক্রান্ত হলেন তারকা দম্পতি? কৌশিকের মতে, তাঁর লেখা একটি নাটক অন্য দল মঞ্চস্থ করছিল। তারই কিছু সংশোধনে তিনি ওই দলকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। সম্ভবত সেখানেই কেউ অসুস্থতা লুকিয়ে অংশ নিয়েছিলেন। অভিনেতা মনে করছেন, প্রথমে আক্রান্ত হয়েছেন তিনি। তার পরে তাঁর স্ত্রী, রেশমি। প্রথম থেকেই জ্বরের পাশাপাশি স্বাদ, গন্ধ চলে গিয়েছিল অভিনেতার। রেশমির স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন বেশি কিছু পরে।

Advertisement

আপাতত নিজেদের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা দম্পতি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা-বিধি মেনে চলছেন দম্পতি। কৌশিক জানিয়েছেন, ‘‘ভাগ্যক্রমে এখনও ঋদ্ধি নেগেটিভ।’’ করোনার দ্বিতীয় ঢেউ কি তা হলে জনসাধারণকে সচেতন করতে অক্ষম? ‘‘একেবারেই তাই’’, সহমত কৌশিক। তিনি বিশ্বাস করেন, সচেতনতা না থাকায় এত দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে। তাই জনগণের প্রতি তাঁর বার্তা, অল্প জ্বরকে আর যেন কেউ অবহেলা না করেন। লুকিয়েও কাজে বেরনো অপরাধ। সর্দি-কাশি হলেও করোনা পরীক্ষা করানো জরুরি। না হলে অতিমারি থামবে না কোনও দিনই। একই সঙ্গে টিকা নেওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘প্রথম ডোজ নেওয়া ছিল বলেই হয়ত মারাত্মক অবস্থায় পৌঁছোতে হয়নি আমাদের। আমরা দ্বিতীয় ডোজও নেব। এবং সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানাব।’’

সাধারণ মানুষ রোজগারের তাগিদে পথে বেরোতে বাধ্য হচ্ছেন। কিন্তু রাজনৈতিক নেতা-মন্ত্রীরা সব জেনেও পথে নামছেন প্রচারের খাতিরে। নির্বাচনের মেয়াদ কমাল না নির্বাচন কমিশনও। এর কী ব্যাখ্যা দেবেন? কৌশিকের ক্ষোভ, ‘‘আজ পর্যন্ত কোনও দেশনায়ককে দেখিনি যে দেশ অতিমারিতে জর্জরিত। আর তিনি সভা, সমাবেশ, প্রচার করে বেড়াচ্ছেন! নরেন্দ্র মোদী যা করছেন ঠিক করছেন না।’’ অভিনেতার আফসোস, ষষ্ঠ দফার নির্বাচন ঘিরেও হানাহানি। শেষ মুহূর্তে বুথের বাইরে হিংসা! সাধারণ মানুষ কি বুঝছেন না, সব কিছুর থেকে দামি মানুষের জীবন? জীবন থাকলে সব থাকবে। পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিও। প্রশ্ন তুলেছেন, ‘‘এই সময়েই পূর্ণ মেয়াদ নির্বাচনের খুব দরকার ছিল?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement