Trina Saha

কনের সাজে তৃণা, নিজেই ছুটলেন বর দেখতে!

‘আমার বিয়ে। আমার বর। আর আমি দেখতে যাব না?’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৩:০০
Share:

কনের সাজে তৃণা। ছবি ইনস্টাগ্রাম।

সৌজন্য-গুনগুনের বিয়ে। দর্শক, অনুরাগীরা যত না আনন্দে লাফাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ লাফ তৃণা সাহার। হুড়মুড়িয়ে সবার সঙ্গে বর দেখতেও ছুটেছেন! অকপটে স্বীকারও করেছেন সে কথা, ‘আমার বিয়ে। আমার বর। আর আমি দেখতে যাব না?’

Advertisement

তার পরেই ‘বর এসেছে, বর এসেছে’ বলে লেহেঙ্গা সামলে দে ছুট!

আপাতত পর্দায় এক প্রস্থ বিয়ের মহড়া দিয়ে নিচ্ছেন অভিনেত্রী। নতুন বছরে ছোট পর্দার অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে সপ্তপদী সারবেন। তার আগেই ‘কনে লুক’ প্রকাশ্যে এল ‘খড়কুটো’র খাতিরে। চন্দন আঁকা ছোট্ট কপাল, ‘মাঝখানে টিপ কুমকুম লাল...লাল চেলি আর সানাইয়ের সুর, মাথায় মুকুট সিঁথির ময়ূর'

Advertisement

আরও পড়ুন: আবার ছোট পর্দায়

খোঁপায় জুঁই ফুলের মালা। মানানসই কুন্দনের গয়না সারা গায়ে। তৃণা সত্যিই সুন্দর।

A post shared by Trina Saha (@trinasaha21)

পরনে বেনারসীর বদলে ভারী কাজের লেহেঙ্গা শাড়ি। টুকটুকে লালে সোনালি জরি। গা ভরা গয়না। সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে গিয়েছেন তিনি। তখনও চন্দন পরানো বাকি। ছটফটে ‘গুনগুন’-এর এতক্ষণ বসে সাজার ধৈর্যই নেই! সবাইকে খালি তাড়া দিচ্ছেন, ‘উফ! ছাড়ো তো। তখন থেকে...আর পারছি না!’

আরও পড়ুন: কেন বন্ধ হল সদ্য শুরু হওয়া ছবির শুটিং?

বন্ধুরা বলছেন, গুনগুনকে এই সাজে দেখে চোখ ফেরাতে পারবে না সৌজন্য! তার আগেই তৃণার কনে লুকে মুগ্ধ নেটাগরিকেরা।

বাস্তবে যদিও লাল বেনারসীই পরবেন তৃণা। মায়ের সঙ্গে বেরিয়ে শাড়ি আর গয়না কিনে নিয়ে এসেছেন। এর বেশি আপাতত আর কিছুই কেনাকাটা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement