Sreelekha Mitra

‘অদা পর কৌন ফিদা ?’ উষ্ণ ছবি দিয়ে প্রশ্ন শ্রীলেখার

নিজেকে নিয়ে রসিকতা করতে প্রচণ্ড ভালবাসেন শ্রীলেখা। স্বীকার করেন, মধ্য চল্লিশেও তিনি পুরুষের স্বপ্ন সহচরী!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৮:৫৬
Share:

শ্রীলেখা মিত্র।

জবাবও মিলল তেমনই গরমাগরম। জনৈক নেটাগরিকের মন্তব্য, ‘তোমার ঠোঁটের উপরে জমে থাকা ঘামের স্বাদ নিতে পারি?’ বিন্দু বিন্দু ঘামে ভেজা লাল ম্যাটফিনিশ লিপস্টিকে উজ্জ্বল ঠোঁট। খোলা চুল ছড়িয়ে নেমেছে কাঁধ বেয়ে। এ ভাবেই রবিবাসরীয় সমাজমাধ্যমে তাপ ছড়ালেন শ্রীলেখা মিত্র। বহু দিন পরে রাজনৈতিক বিতর্ক সরিয়ে আবার পুরনো মেজাজে অভিনেত্রী। ক্যাপশনেও তার ছাপ, ‘অদা পর কৌন ফিদা?’ উচ্ছ্বসিত নেটাগরিকেরা, ‘আজকে অনেক সুন্দর লাগছে তোমায়।’

তাঁর এই ‘হট’ অবতার ইতিমধ্যেই হিট। লাইকের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। এক অনুরাগী অভিনেত্রীর ক্যাপশনকেই ঘুরিয়ে মজা করে লিখেছেন, ‘আদা, পেঁয়াজ, রসুনবাটা... তোমায় দেখে গায়ে লাগা কাঁটা!’

নিজেকে নিয়ে রসিকতা করতে প্রচণ্ড ভালবাসেন শ্রীলেখা। স্বীকার করেন, মধ্য চল্লিশেও তিনি পুরুষের স্বপ্ন সহচরী! কখনও মেয়ের জন্মদিনে ‘টুম্পা সং’-এর সঙ্গে নেচে কখনও সাজপোশাকের ছবিতে রসালো ক্যাপশন দিয়ে শিরোনামে উঠে এসেছেন। স্বজনপোষণের মতো বিতর্কিত বিষয় নিয়েও খোলাখুলি মন্তব্য করে নিন্দুকের চোখে ‘ঠোঁটকাটা’ তিনি। সমাজমাধ্যমে বহু বার এই কারণে ট্রোলড হয়েছেন অভিনেত্রী। যদিও এ সব নিয়ে তিনি মোটেও মাথা ঘামাতে রাজি নন। সে সব ঝেড়ে ফেলেই জীবন কাটাতে ভালবাসেন সদ্য পরিচালনায় পা রাখা শ্রীলেখা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement