Actor

বাড়ছে শ্রাবন্তী-রোশন কাজিয়া? সোশ্যালে পরোক্ষে কটাক্ষ একে অন্যকে

সোশ্যাল মিডিয়াই দেখাচ্ছে, বাড়ছে শ্রাবন্তী-রোশন কাজিয়া। নাম না করে কথা শোনাচ্ছেন একে অন্যকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২০:১১
Share:

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং।

সোশ্যাল মিডিয়াই প্রথম দেখিয়েছিল সম্পর্কে চিড় ধরেছে রোশন সিং-শ্রাবন্তীর। সোশ্যাল মিডিয়াতেই দেখা গিয়েছে, একে অন্যকে টক্কর দিতে আলাদা করে জিম খুলেছেন তাঁরা। আবারও সোশ্যাল মিডিয়াই দেখাচ্ছে, বাড়ছে শ্রাবন্তী-রোশন কাজিয়া। নাম না করে কথা শোনাচ্ছেন একে অন্যকে।

Advertisement

কী ভাবে?

মঙ্গলবার সকালেই রোশন একটি ‘মজার পোস্ট’ করেন। সেখানে একটি মিম। এক যুবক সমুদ্রের ধারে তাঁর প্রেমিকাকে আংটি উপহার দিয়ে রোম্যান্টিক ভঙ্গিতে বলছেন, ‘তুমি কি আমার জীবন ধ্বংস করতে রাজি?’ মেয়েটির উত্তর, ‘ওএমজি! অবশ্যই...।’

Advertisement

উত্তর মেলেনি। তবে পাল্টা পোস্ট মিলেছে শ্রাবন্তীর থেকে। এই প্রথম।

কী লেখা সেখানে? অভিনেত্রী সরাসরি বিতণ্ডায় না গিয়ে শরণ নিয়েছেন অজানা লেখকের একটি উক্তির, ‘তুমি একজন নারীকে সাময়িক এলোমেলো করে দিতে পার। সে কিন্তু আবার নিজের ভাঙা টুকরোগুলোকে যত্ন করে জোড়া লাগিয়ে, নতুন করে নিজেকে গড়ে আরও শক্তিশালী হয়ে ওঠে।’

A post shared by Srabanti singh (@srabanti.smile)

শ্রাবন্তীও কি পক্ষান্তরে নিজের কথাই বললেন?

ইদানিং হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ রোশন। যা আগে ছিলেন না। শ্রাবন্তীর নতুন জিম ‘এম্পায়ার ফিটনেস’ খোলার পরেই ধনতেরাসের দিন তিনিও খোলেন জিম ফ্র্যাঞ্চাইজি ‘কিক ২’। একই সঙ্গে কলকাতায় আনেন গ্র্যাভিটি ‘গিয়ার’-এর মতো ব্র্যান্ডেড স্পোর্টস শ্যুয়ের বিপণি।

সেদিনই তিনি প্রথম কটাক্ষ করেন শ্রাবন্তীকে, ‘‘ফিট থাকতে ‘এম্পায়ার’ বা সাম্রাজ্যের দরকার পড়ে না। তার জন্য ‘কিক’-ই যথেষ্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement