Ritwick Chakraborty

Web Series: ঋত্বিকের ওয়েব-অভিষেক, সঙ্গে দিতিপ্রিয়া

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৪৩
Share:

ঋত্বিক চক্রবর্তী এবং দিতিপ্রিয়া রায়

ভক্তরা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন ঋত্বিক চক্রবর্তীকে ওয়েব সিরিজ় দেখার জন্য। বিশেষত যেখানে তাঁর সমসাময়িক প্রায় সব অভিনেতাই ওয়েব মাধ্যমে নাম লিখিয়ে ফেলেছেন। অবশেষে ঋত্বিকও ওয়েবে ডেবিউ করলেন। সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করে দিয়েছেন তিনি। আর তার পরই অক্টোবরে রোহন ঘোষ পরিচালিত ‘মুক্তি’-র (সম্ভাব্য নাম) শুটিং শুরু করতে চলেছেন তিনি। একই সঙ্গে দুটো ওয়েব সিরিজ়ে কাজ কি সচেতন ভাবেই? ঋত্বিক বললেন, ‘‘অনেক সুযোগ আসছিল। কিন্তু মনের মতো চরিত্র পাচ্ছিলাম না, বলেই ওয়েবে এত দিন কাজ করিনি। দু’টি চরিত্রই আমার খুব পছন্দ হয়েছে। ‘গোরা’তে গোয়েন্দার ভূমিকায় রয়েছি। কিন্তু গোয়েন্দা বলতে আমরা যে রকম দেখি, চরিত্রটা তার চেয়ে অনেকটাই আলাদা। রোহনের ওয়েব সিরিজ়ের চরিত্রটা নিয়েও আমি ভীষণ উত্তেজিত। ব্রিটিশ জেলারের ভূমিকায় অভিনয় করব আমি। প্রাক্‌ স্বাধীনতা পিরিয়ডের এই গল্পের স্টোরিলাইন মন ছুঁয়ে গিয়েছে। বাংলায় এই রকম ওয়েব সিরিজ় এর আগে হয়নি।’’

Advertisement

‘মুক্তি’তে ঋত্বিক ছাড়াও অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় রয়েছেন। অসমবয়সি এক দম্পতিকে দেখানো হবে গল্পে। সেখানে ঋত্বিকের বিপরীতে থাকছেন দিতিপ্রিয়া। তাঁর চরিত্রটি সম্পর্কে দিতিপ্রিয়া বললেন, ‘‘রোহনের লেখা গল্পটি খুবই সুন্দর একটা জুটির। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়। এই মেয়েটি সেই সময়ের নিরিখে বেশ আধুনিক। সে ইংরেজি পড়তে চায়, রান্না করতে চায় না। তার স্বামী জেলের কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরে রান্না করে। এই রকম একটা পিরিয়ড পিসে কাজ করার জন্য খুবই উত্তেজিত। আর প্রথম বার ঋত্বিকদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব শুনে আরও বেশি ভাল লাগছে।’’

মেদিনীপুরের পটভূমিকায় তৈরি গল্পটির শুটিংয়ে কোনও ফাঁক রাখতে চান না রোহন। সিরিজ়ের জন্য যথেষ্ট রিসার্চ ওয়ার্কও করেছেন তিনি। আগামী ২৬ জানুয়ারি, জ়ি ফাইভে সিরিজ়টি দেখা যাবে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement