বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

ঝলমলে আকাশ, আর ক্যালেন্ডার বলছে এটা শরৎকাল। তবে অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে এখন নতুন বসন্ত। খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নায়িকা। উদ্যোগপতি গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে চলেছেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ১৯:২৭
Share:

কাজল আগরওয়াল।

ঝলমলে আকাশ, আর ক্যালেন্ডার বলছে এটা শরৎকাল। তবে অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে এখন নতুন বসন্ত। খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নায়িকা। উদ্যোগপতি গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে চলেছেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর।

Advertisement

তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। সেখানে আমাদের পরিবার এবং আত্মীয় পরিজন উপস্থিত থাকবেন। এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। এও জানি, আপনারা আমাদের জন্য আনন্দিত। আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপানাদের আশীর্বাদ প্রয়োজন।”

কাজলের হবু স্বামী গৌতম কিচলু

পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। তাঁর কথায়, “আমি সব থেকে বেশি যে কাজটি করতে ভালবাসি তা হল আমার দর্শকদের বিনোদনের মাধ্যমে খুশি রাখা। সেটি আমি করে যাব। এবার নতুন উদ্যম নিয়ে তা আবার শুরু হবে। ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য।”

Advertisement

🤍

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান দু’দিন ধরে চলবে। মুম্বইয়ের চার্চগেট সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে সম্পন্ন হবে অনুষ্ঠান। কাজলের হবু স্বামী গৌতম কিচলুর আনভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি একজন ইন্টারনেট উদ্যোগপতি। পাশাপাশি একটি ইন্টেরিয়র ডিজাইন সংস্থার কর্ণধার গৌতম। গত মাসে আশীর্বাদ হয়েছে দু’জনের। এ বার চার হাত এক হওয়ার পালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement