বিজ্ঞাপনী মুখ হয়ে কাঠগড়ায় কিঞ্জল নন্দ। নিজস্ব চিত্র।
আরজি কর-কাণ্ডের সময় থেকে প্রতিবাদী চিকিৎসক হিসেবে তিনি সমাজে চর্চিত নাম। সংবাদমাধ্যমের শিরোনামে। সেই কিঞ্জল নন্দের একটি বিজ্ঞাপন সম্প্রতি সমাজমাধ্যমে আলোড়ন তুলেছে। তিনি একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার মুখ হিসেবে অংশ নিয়েছেন। পরনে সবুজ শার্ট। খ্যাতনামী হিসেবে পরিচিত একাধিক ব্যক্তি বিষয়টি দেখার পরেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন।
কিঞ্জল কী বলছেন?
প্রশ্ন নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। তাঁর স্পষ্ট উত্তর “এক, বিজ্ঞাপনটি আন্দোলনের অনেক আগে করা। এই সময় সংস্থা প্রকাশ্যে এনেছে। সেখানে আমার কিছু করার নেই। দুই, যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও। তাই আমায় বিজ্ঞাপনের মুখ বাছা হয়েছে। ওঁদের যুক্তি অনুসারে, তা হলে কি অভিনয় করব না?”
অভিনেতা-চিকিৎসক আরও বলেছেন, “অভিনয় বা মডেলিং করছি মানে এটা নয়, মূল আন্দোলন থেকে সরে এসেছি। যখন প্রতিবাদের দরকার হবে, আবারও আমায় সকলে সেখানেই দেখবেন।” তাঁর এও বক্তব্য, প্রতিবাদ চলাকালীন তিনি কিন্তু অভিনয় বা অন্য কাজ করেননি। তা ছাড়া, সারা ক্ষণ একটি বিষয়ের মধ্যেই নিজেকে আটকে রাখতে হবে, এমনটাও তিনি মনে করেন না।
কিঞ্জলের সাফ জবাব, “যাঁরা বলছেন তাঁরা কী ভাবনা থেকে বলছেন জানি না। আমিও ওঁদের হয়তো আমার ভাবনা বোঝাতে পারব না। তাই কাউকে আমার কিচ্ছু বলার নেই।”