Bernard Hill

চলে গেলেন ‘টাইটানিক’-এর ক্যাপ্টেন, অভিনেতা বার্নার্ড হিল প্রয়াত, বয়স হয়েছিল ৭৯ বছর

প্রয়াত হলেন ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল। পাঁচ দশকের কেরিয়ারে একাধিক ছবি ও টিভি সিরিজ়ে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:১২
Share:

‘টাইটানিক’ ছবিতে ক্যাপ্টেনের চরিত্রে বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত।

‘টাইটানিক’ ও ‘লর্ড অফ দ্য রিংস’ খ্যাত ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল প্রয়াত হয়েছেন। অভিনেতার টিমের তরফে জানানো হয়েছে, রবিবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

Advertisement

১৯৭৫ সালে ‘ইট কুড হ্যাপেন টু ইউ’ নামে এক তথ্যচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বার্নার্ড। পরবর্তী কালে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ‘গান্ধী’ এবং বব র‍্যাফেলসন পরিচালিত ‘মাউন্টেনস অফ দ্য মুন’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। তবে ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত অস্কারজয়ী ‘টাইটানিক’ ছবিতে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের চরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। ২০০২ সালে ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজ়ির ‘দ্য টু টাওয়ার্স’ ছবিতে রাজা থিয়োডেনের চরিত্রে দর্শকের নজর কাড়েন তিনি। পরের বছর ‘রিটার্ন অফ দ্য কিং’ ছবিতেও একই চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক।

সিনেমার পাশাপাশি একাধিক টিভি সিরিজ়ে অভিনয় করেন বার্নার্ড। ১৯৮২ সালে বিবিসি সিরিজ় ‘বয়েজ় ফ্রম দ্যা ব্ল্যাকস্টাফ’-এ অভিনয় করেন তিনি। অভিনেতার প্রয়াণে হলিউডে শোকের ছায়া। অনুরাগী-সহ বিশিষ্টজনেরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement