Deepika Padukone

খোলা বাজারে অ্যাসিড বিক্রি মুম্বইয়ে, স্টিং অপারেশনে ধরলেন দীপিকা

এখনও কী ভাবে খোলা বাজারে অ্যাসিডের বোতল স্বচ্ছন্দে বিক্রি হয়, তা দেখিয়েছেন দীপিকা আর তাঁর টিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০০:০২
Share:

দীপিকা।

অ্যাসিড যদি বিক্রিই না হত, তা হলে আক্রান্ত হওয়ারও প্রশ্ন থাকত না— এই জরুরি বার্তাটি ছিল ‘ছপাক’-এ। এ বার দলবল নিয়ে দীপিকা পাড়ুকোন মুম্বইয়ের রাস্তায় চালালেন স্টিং অপারেশন। এখনও কী ভাবে খোলা বাজারে অ্যাসিডের বোতল স্বচ্ছন্দে বিক্রি হয়, তা দেখিয়েছেন দীপিকা আর তাঁর টিম। বিভিন্ন দোকান থেকে একদিনে মোট ২৪ বোতল অ্যাসিড কিনে ফেলেছেন তাঁরা। কেউ ছাত্র সেজে, কেউ মিস্ত্রী সেজে দোকানে গিয়ে অ্যাসিড চেয়েছিলেন। কোনও পরিচয়পত্র ছাড়াই তাঁদের অ্যাসিডের বোতল বিক্রি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement