Abhishek Bachchan

শরীর ভেঙেচুরে নিজেকে বদলে ফেলছেন! হঠাৎ কী হল অভিষেকের? প্রকাশ্যে নেপথ্যের কারণ

চেহারা ভেঙেচুরে একেবারে নতুন অবতারে আত্মপ্রকাশ করবেন তিনি। এমন রূপে নাকি অভিষেককে আগে দেখা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৩
Share:
Director Imtiaz Ali revealed whether he has plan to make Jab we met 2 with Kareena and Shahid

নতুন রূপে আসছেন অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

গত বছর খবর ছড়িয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। সেই জল্পনায় জল ঢেলেছেন তারকা দম্পতি নিজেই। দিব্যি একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। তার পর অভিষেকের একটি ছবি মুক্তি পেয়েছে গত নভেম্বরে। আর একটি মুক্তি পাবে আগামী ১৪ মার্চ। দু’টি ছবিতেই একাকী পিতার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। তবে এ দু’টি বাইরেও আর একটি ছবিতে দেখা যাবে অভিনেতাকে, একেবারে নতুন রূপে।

Advertisement

চেহারা ভেঙেচুরে একেবারে নতুন অবতারে আত্মপ্রকাশ করবেন তিনি। এমন রূপে নাকি অভিষেককে আগে দেখা যায়নি। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এই নাকি নতুন রূপে দেখা যাবে অভিষেককে। এই চরিত্রের জন্য অভিনেতা জোরকদমে শরীরচর্চা শুরু করে দিয়েছেন। এক সূত্রের কথায়,“পরিচালক সিদ্ধার্থ আনন্দ অভিষেককে একেবারে নতুন রূপে নিয়ে আসার কথা ভেবেছেন। ছবিতে লড়াইয়ের দৃশ্য রয়েছে। একেবারেই নতুন অবতারে দেখা যাবে তাঁকে।”

তীক্ষ্ণ ও বলিষ্ঠ চেহারা তৈরি করতে অভিষেক উঠেপড়ে লেগেছেন বলে জানা গিয়েছে। এই ছবিতে শাহরুখকেও নতুন রূপে দেখা যাবে। ঠিক একই ভাবে অভিষেকের নতুন চেহারাও চমক দেবে বলে দাবি সূত্রের। অভিষেকের সম্পর্কে সেই সূত্র আরও বলেছেন, “নানা ধরনের চরিত্রে অভিনয় করতে সক্ষম অভিষেক। কিন্তু এই প্রথম শাহরুখের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ওঁর বদল দেখে দর্শক চমকে যাবেন। দুই শক্তিশালী চরিত্রের মধ্যে জোর টক্কর দেখা যাবে এই ছবিতে। সিদ্ধার্থ আনন্দ সেই ভাবেই ছবিটি তৈরি করছেন।”

Advertisement

চলতি মাসেই ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানা যাচ্ছিল। তবে এ বার জানা যাচ্ছে, জুন মাস থেকেই এই ছবির শুটিং শুরু হবে। প্রথমে মুম্বইয়ে হবে ছবির শুটিং। তার পরে ইউরোপের বিভিন্ন স্থানে শুটিং হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement