Kiran Rao on Aamir Khan

আমিরের প্রেমের খবরে সরগরম বলিউড, জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন কিরণ?

শুক্রবার আমির খানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এখনও কি তাঁর জীবনে আমিরের গুরুত্ব রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৮:১১
Share:

আমির খানের সঙ্গে কিরণ রাও। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন আমির খান। কারণ তার জীবনে নতুন প্রেম এসেছে। শুক্রবার অভিনেতার ৬০তম জন্মদিন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের উপস্থিতিতে জন্মদিন পালন করার সময় আমির তাঁর নতুন বান্ধবীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। জানা যায়, গৌরী স্প্র্যাট নামের ওই মহিলার সঙ্গে আমিরের প্রায় ২৫ বছরের বন্ধুত্ব। কিন্তু প্রাক্তন স্বামীর নতুন সম্পর্কের খবরে বলিউড যখন সরগরম, তখন আমিরকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানালেন কিরণ রাও।

Advertisement

শুক্রবার সমাজমাধ্যমে আমির এবং ছেলে আজ়াদের সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিরণ। সেখানে আমিরকে ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’, ‘দঙ্গল’-সহ তাঁর অভিনীত একাধিক ছবির চরিত্রের লুকে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করে কিরণ লেখেন, ‘‘আমাদের জীবনের ভিভিআইপি মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার ভালবাসা, আলিঙ্গন এবং সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ! আমরা তোমাকে ভালবাসি।’’

২০০২ সালে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে অভিনেতার বিবাহবিচ্ছেদ হয়। তিন বছর পর কিরণকে বিয়ে করেন আমির। কিন্তু ২০২১ সালে কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আমির। যদিও তাঁরা এখনও সন্তানকে যৌথ ভাবেই বড় করে তুলছেন। এমনকি কিরণের সাম্প্রতিক ছবি ‘লাপতা লেডিজ়’- এ প্রযোজক আমির। তবে এ বার আমিরের নতুন সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে গৌরীর সঙ্গে আমির বিয়ে সারবেন কি না, তা নিয়েও কৌতূহলী অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement