aamir khan

Aamir Khan and Kiran Rao: আমির-কিরণের বিচ্ছেদের বিরুদ্ধে ছিলাম, কিন্তু... মুখ খুললেন অভিনেতার বন্ধু হাজি

এই মুহূর্তে কিরণ এবং পুত্র আজাদের সঙ্গে কার্গিলে রয়েছেন আমির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৮:০০
Share:

আমিন হাজি এবং কিরণ-আমির

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও। আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে জানা গেল, এই মুহূর্তে কিরণ এবং পুত্র আজাদের সঙ্গে কার্গিলে রয়েছেন আমির। বিবৃতি জারি করার পরে একসঙ্গে ছবি তুলে তাঁদের বন্ধুকে পাঠিয়েছেন কিরণ। ভেঙে পড়েছেন তাঁদের অনুরাগীরা। ভেঙে পড়েছেন আত্মীয় সজন এবং বন্ধুবান্ধব। আমিরের বন্ধু আমিন হাজির সঙ্গে কথা বলল জাতীয় এক সংবাদমাধ্যম।

Advertisement

আমিন হাজি জানালেন, তিনি ও তাঁর পরিবার বেশ কিছু দিন ধরেই আমির-কিরণের এই সিদ্ধান্ত সম্পর্কে জানেন। কিন্তু তারকা দম্পতি যে শনিবারই আচমকা বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দেবেন, সেটা তাঁরা কেউই ভাবতে পারেননি। তাই এখনও সেই খবরটা হজম করতে পারেননি হাজি। শনিবার সকালে কার্গিল থেকে ছবি পাঠানোর পরে হাজি তাঁর পরিবারকে সান্ত্বনা দেন, ‘‘ওঁরা এ ভাবেই থাকবেন। একসঙ্গে। কেবল ওঁদের বৈবাহিক সম্পর্ক থাকবে না।’’

হাজি একাধিক বার তাঁর বন্ধু আমিরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনকি কিরণের সঙ্গেও কথা বলেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। হাজির কথায়, ‘‘তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা জানি, অনেক ভেবেচিন্তেই তাঁরা দু’জনে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেউই কোনও হুজুগে পদক্ষেপ করছেন না। মেনে নিতে হবে এটা আমাদের। কখনও কখনও দু’জন ভাল মানুষ পরস্পরের পরিপূরক হন না। আমি কখনও তাঁদের বলিনি যে, ‘তোমরা এটা করতে পারো না ইত্যাদি।’ কিন্তু মাঝে মাঝে মনে হয়, যদি বলতে পারতাম, তা হলে ভাল হত।’’

Advertisement

আমির ও কিরণের বিচ্ছেদকে নিজের পরাজয় মনে হচ্ছে হাজির। তাঁদের বিয়ের সময়ে আমিরের ‘বেস্ট ম্যান’ হয়েছিলেন হাজি। আবার হাজির বিয়েতে আমির তাঁর ‘বেস্ট ম্যান’ হয়েছিলেন। প্রসঙ্গত, ‘গ্রুমস ম্যান’ বা ‘বেস্ট ম্যান’ শব্দটি পাশ্চাত্য সংস্কৃতি থেকে নেওয়া। বিয়ের সময়ে বরের ডান-হাত হিসেবে গণ্য করা হয় ‘বেস্ট ম্যান’-কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement