তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। গোটা বলি দুনিয়া তাঁকে এই বিশেষণেই চেনে। তিনি আমির খান। কিন্তু আমিরের নিজের এই বিশেষণ পছন্দ নয়। বরং তিনি নিজেকে ‘মিস্টার প্যাশনেট’ বলতে পছন্দ করেন।
আমিরের কথায়, ‘‘পারফেকশনিস্ট বললে অনেক দায়িত্ব চলে আসে। আমি এই বিশেষণে বিশ্বাসী নই। আমার জন্য যেটা ঠিক তা হল মিস্টার প্যাশনেট। আমি সত্যিই প্যাশনেট। আর পারফেকশনের তো কোনও শেষ নেই। বিশেষত ক্রিয়েটিভ দুনিয়ায় কত রকম আইডিয়া! ফলে এই শব্দটারই কোনও অস্তিত্ব নেই।’’
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘দঙ্গল’। আপাতত শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তিনি। তার মধ্যেই সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জানালেন, একটা শট পারফেক্ট হওয়াটা অনেক কিছুর ওপর নির্ভর করে। তার মধ্যে থাকে অনেক টেকনিক্যাল ইস্যুও। ফলে এ সব বিচার করতে গেলে ‘পারফেকশন’ শব্দের আলাদা কোনও মানে নেই।
আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের আত্মহত্যার চেষ্টার ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া