Aamir Khan

খুব শীঘ্রই এক পর্দায় দেখা যাবে আমির-সলমন-শাহরুখকে! কিসের অপেক্ষায় রয়েছে বলিউড?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর কথায়, “ছ’মাস আগে আমি, সলমন ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

এক ছবিতে সলমন, শাহরুখ ও আমির? ছবি: সংগৃহীত।

একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান— শাহরুখ, সলমন ও আমিরকে? বহু দিন ধরে এই প্রশ্ন উঠেছে নানা মহলে। সম্প্রতি নাকি এই বিষয় নিয়ে তিন জনের মধ্যে আলোচনাও হয়েছে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির।

Advertisement

ছ’মাস আগে নাকি শাহরুখ ও সলমনের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলেন আমির। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর কথায়, “ছ’মাস আগে আমি, সলমন ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়।”

আমিরই নাকি বিষয়টি তুলে ধরেন আলোচনার মধ্যে। অভিনেতা বলেছেন, “তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সলমনকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।” আমির আরও বলেন, “আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।”

Advertisement

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে শাহরুখ ও সলমনকে দেখা গিয়েছিল। সেখানে দু’জনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান বলেছেন, তিনি নাকি এখনও ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তাঁর। আমির বলেছেন, “এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম।” শাহরুখ ও সলমনের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, “অল্পবয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সলমনকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!”

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement