আমির খান। ——ফাইল চিত্র
দু’পাশে ধু ধু বালি। মরুভূমির মাঝখান দিয়ে রেলপথ। রেডিও হাতে এক জন বিহ্বল হয়ে দাঁড়িয়ে। শরীরে একটু সুতোও নেই! হাতে চোরবাজারের রেডিও। চিনতে কষ্টও হয়নি— আমির খান!
সেই তিনিই আবার, কুস্তিগীর মহাবীর ফোগতের জীবন অবলম্বনে তৈরি হওয়া ‘দঙ্গল’-এ প্রধান চরিত্র। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে ৯০ কেজির ভারী চেহারা। তিনিও আমির খান।
চেনা ঢঙে চকোলেট বয় আমিরকে বার বারই দেখা গিয়েছে, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে। এ বার ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ক্লাবের পেজে পোস্ট করা একটি ছবিতে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
ছবিতে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে মিস্টার পারফেকশনিস্টকে। তবে এ বার ‘ফ্যাট টু ফ্যাব’ ও ‘ফ্যাব টু ফ্যাট’ বা মেদহীন, পেশিবহুল নন। তাঁর আপকামিং ছবি ‘ঠাগস্ অব হিন্দোস্তান’-এর জন্য এক্কেবারে এথনিক ও অ্যাংরি দেশি লুক। নাক ও কান ফোটানো। কানে মাকড়ি। গালে হাল্কা দাড়ি। গোছানো গোঁফ। মাথার চুল হাল্কা কোঁকড়ানো।
আরও পড়ুন, অভিনয়ের পাশাপাশি এ বার গানও গাইবেন ঐশ্বর্যা?
আহা! রূপে কিন্তু এক্কেবারে টিপিক্যাল ‘ঠাগ’। ইতিমধ্যেই আমিরের নয়া লুক নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে ফ্যানেদের। عامر_خان الذي قام بثقب انفه واذنه لدوره في فيلم سفاحوا الهند نشر عدة صور له في هذه الاطلاله كما اكد المصدر ان عامر لايزال يعاني من الالم كما انه يعاني من الارق بسبب الالم في بعض الاحيان 🌸
عامر_خان الذي قام بثقب انفه واذنه لدوره في فيلم سفاحوا الهند نشر عدة صور له في هذه الاطلاله كما اكد المصدر ان عامر لايزال يعاني من الالم كما انه يعاني من الارق بسبب الالم في بعض الاحيان
🌸
‘ঠাগ’ কথার অর্থ জানা আছে তো?
আসলে বাংলায় আমরা এই শব্দটিকে ‘ঠক’ হিসেবেই জানি। শব্দের অর্থ অপরাধী। অন্ধকার জগতে যার যাতায়াত। আমিরের আগামী ছবির নাম অনুযায়ী তেমন ‘ঠগ’-এর চরিত্রেই হয়তো দেখা যাবে। ছবির প্লট নিয়ে অবশ্য এখনও কিছুই জানা যায়নি। বলিউডের খবর, ২০১৮-র দীপাবলিতে রিলিজ করতে পারে বিজয়কৃষ্ণ আচার্যের এই মাল্টি-স্টারার ছবি।