Aamir Khan

ফতিমার হাত ধরেন আমির, তার পর তালুতেই থুতু দেন! এমন অদ্ভুত কাণ্ডের নেপথ্য কারণ কী?

এমনিতেই ইন্ডাস্ট্রির অন্দরে প্রগতিশীল, স্পর্শকাতর, আবেগী মানুষ বলে নামডাক রয়েছে আমির খানের। সেই মানুষের এমন আচরণের কারণ কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৩০
Share:

ফতিমার সঙ্গে এমন কাণ্ড কেন ঘটান আমির? ছবি: সংগৃহীত।

বলিউড নাকি নায়ক সর্বস্ব ইন্ডাস্ট্রি। পারিশ্রমিক থেকে পর্দায় পাওয়া সময়, সবেতেই নাকি নায়কদের আধিপত্য চলে। এছাড়াও বলিউডে নাকি খানেদের একচেটিয়া রমরমা। এ বার আমির খানের এক অদ্ভুত স্বভাবের কথা প্রকাশ্যে এল। এমনিতেই ইন্ডাস্ট্রির অন্দরে প্রগতিশীল, স্পর্শকাতর, আবেগী মানুষ বলে নামডাক রয়েছে। তবে তিনি একটি স্বভাব দোষে দুষ্ট। তিনি নাকি তাঁর সহ-অভিনেত্রীদের হাত দেখার ছুঁতোয় হাতে থুতু ছেটান।

Advertisement

আসলে আমিরের এই স্বভাব নাকি বহু পুরানো। ‘জো জিতা ওয়াহি সিকান্দর’ ছবির সময় থেকেই নাকি এমনটা করে আসছেন আমির। বছর কয়েক আগে একটি চলচ্চিত্র উৎসবে এই ছবির কলাকুশলীদের উপস্থিতিতে, আমিরকে নিয়ে এ হেন মন্তব্য করে বসেন ছবির নৃত্য পরিচালক ফারহা খান। ফারহার এই দাবি মেনে নিয়ে এমন কাজ করার কারণ পর্যন্ত জানালেন আমির। অভিনেতার কথায়, ‘‘আসলে আমি তাঁদের হাত দেখার নাম করে হাতে থুতু দিলেই সেই নায়িকার ভাগ্য খুলে যায়। যাঁদের সঙ্গে এমন করেছি তাঁরা সকলেই এখন পয়লা নম্বর নায়িকা।”

সেই সময় দর্শকাসনে বসেছিলেন আমিরের ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখ। দর্শকাসনে বসে তিনি সম্মতিসূচক মাথা নাড়তে থাকেন। আমির যে তাঁর সঙ্গেও এমন কাণ্ড করেছেন, জানিয়েছেন সানাও। এই ছবির পর থেকে আমিরের সঙ্গে ফতিমার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। শোনা যায়, অভিনেতার দ্বিতীয় বার বিবাহবিচ্ছেদের নেপথ্য কারণ এই তরুণী অভিনেত্রী। আমিরের বাড়িতে একটা সময় অবাধ যাতায়াত ছিল তাঁর। তবে আমিরের মেয়ে ইরা খানের বিয়ের সময় তাঁর অনুপস্থিতি চোখে পড়েছে অনেকেরই। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায়, বেশির ভাগ সময় একা একা ঘুরছেন কিংবা কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement