অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের শিল্পীরা।
কবি জীবনানন্দ দাসকে নিয়ে ওয়েব সিরিজ। নাম 'জীবনানন্দ- দ্য থিঙ্কার'। তারই প্রচার ঝলক এবং প্রথম পর্ব মুক্তি পেল কলকাতা প্রেস ক্লাবে।
সিরিজের বিষয়বস্তু জীবনানন্দের কাজ এবং মনস্তাত্ত্বিক দিক। কোন মানসিক পরিস্থিতিতে তিনি কোন ধরনের উপন্যাস লিখেছিলেন, তা-ও তুলে ধরা শহরের গল্পে। কলকাতার প্রেসিডেন্সি, রাসবিহারী-সহ যে সব এলাকায় তাঁর যাতায়াত ছিল, সেই সব জায়গায় গিয়ে সিরিজটি শ্যুট করা হয়েছে। গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে জীবনানন্দের লেখা ডায়েরি থেকে উঠে আসা নানা তথ্য।
সিরিজটির প্রযোজনা সুচন্দ্রা ভানিয়ার। পরিচালনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। এ ছাড়াও ছিলেন অন্যান্য বিভিন্ন চরিত্রের অভিনেতারা।