‘কণ্ঠ’র দৃশ্যে শিবপ্রসাদ।
‘তোমার আঙুলে আমি ঈশ্বর দেখেছি কাল রাতে...’
শঙ্খ ঘোষের এই কবিতার লাইন থেকে জন্ম নিল আলোর গান।
মৃত্যুর সামনে দাঁড়িয়ে এক জন মানুষ। ফিরতে চায় আলোয়। সেই আলোর গান লিখলেন অনুপম রায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ’-র জন্য।
‘‘খুব শক্ত ছিল এই কাজটা। এমন এক মানুষের অনুভূতি মেলে ধরা যার কথা থেমে আছে। মৃত্যু এসে দাঁড়িয়েছে দরজায়। সে কেমন করে গানে রিঅ্যাক্ট করবে? প্রচুর সময় নিয়ে গানটা লেখা। কাটাছেঁড়ার পর শিবুদাকে শোনাই, ‘আলোতে আলোতে ঢাকা’। প্রথম আনন্দবাজার ডিজিটালকে জানালেন অনুপম রায়।
ভোররাতে ঘুম ভাঙার গান নিয়ে যেন প্রত্যেক মানুষের জীবনে সূর্য নামবে এই অভিপ্রায় ‘কণ্ঠ’-র।
আরও পড়ুন, ‘কণ্ঠ’ই সম্পদ, কিন্তু তা যদি হারিয়ে যায়...
‘‘ঈশ্বরের উদ্দেশ্যে এ রকম আলোর গান হয়নি আর। অনুপমকে যখন ব্রিফ করি, বলেছিলাম ঈশ্বরের গান তৈরি করতে। সব মানুষ আজ নিজের জায়গা থেকে নিজের ঈশ্বরের সঙ্গে কথা বলে। এই কথা বলার সুর অনুপম চমৎকার ভাবে সাজিয়েছে চেতনাকে সঙ্গী করে।’’ বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গানের তলায় অজস্র কমেন্ট। মানুষ লিখছেন, ‘অনুপমের সেরা গান’।
কণ্ঠ ভরে বুঝি গাইছে সবাই আলোতে আলোতে ঢাকা...