Entertainment News

‘ব্রোকেন ড্রিম’, এক হেরে যাওয়া ছাত্রের গল্প

এই ছবির গল্পের সঙ্গে হয়তো মিলে যায় বাস্তবের বহু ঘটনা। প্রিমিয়ারে অলকানন্দা রায়, সৈকত মিত্র, অশোক ভদ্রের মতো বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৯:৫৮
Share:

প্রিমিয়ারে উপস্থিত বিশিষ্টরা।

শিক্ষা। আধুনিক সমাজের একটি বড় সমস্যা। হ্যাঁ, অনেকেই হয়তো ডিগ্রি লাভ করছেন। কিন্তু প্রকৃত অর্থছে শিক্ষিত হয়ে উঠতে পারছেন কি? এ ভাবনাই ফ্রেমবন্দি হয়েছে হাইটেক প্রোডাকশন প্রযোজিত অনিল দোলুই পরিচালিত ‘ব্রোকেন ড্রিম’ ছবিতে। সদ্য নন্দনে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হল।

Advertisement

এ ছবি এক ছাত্রের গল্প বলবে। সিনেমাটোগ্রাফির সেই ছাত্র উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারে না। চাকরির বাজারেও পিছিয়ে পড়ে সে। অর্থ উপার্জনের তাগিদে অন্ধকার জগতের প্রলোভনও হাজির হয় তার কাছে। হতাশা, অবসাদ গ্রাস করে তাকে। আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠে সে।

এই ছবির গল্পের সঙ্গে হয়তো মিলে যায় বাস্তবের বহু ঘটনা। প্রিমিয়ারে অলকানন্দা রায়, সৈকত মিত্র, অশোক ভদ্রের মতো বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন, সুখ-দুঃখের গল্প বলবে ‘কলের গান’

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement