Entertainment News

ক্রাইম ড্রামা ‘রবার ব্যান্ড’-এর নেপথ্য গল্পটা কী?

‘রবার ব্যান্ড’ নামে একটি শর্টফিল্ম তৈরি করেছেন পরিচালক সানি রায়। ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রাক্তনীর এটাই প্রথম ফিচার ফিল্ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১২:০০
Share:

ছবির একটি দৃশ্যে শতফ। ছবি: অ্যাডভার্বের সৌজন্যে।

‘ব্যান্ড’।

Advertisement

হেয়ার ব্যান্ড?

আরও পড়ুন, দেব, জিত্, প্রসেনজিতদের লড়াইয়ে জিতলেন কে?

Advertisement

মিউজিক ব্যান্ড?

না! ‘রবার ব্যান্ড’।

এতক্ষণে ‘ব্যান্ড’ নামচা পূর্ণ হল। নেপথ্য গল্পটা কী?

‘রবার ব্যান্ড’ নামে একটি শর্টফিল্ম তৈরি করেছেন পরিচালক সানি রায়। ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রাক্তনীর এটাই প্রথম ফিচার ফিল্ম। ক্রাইম ড্রামাকে পর্দায় দেখিয়েছেন সানি। সাসপেন্স রয়েছে, সংশয় রয়েছে, রয়েছে আশঙ্কাও। কলকাতার প্রেক্ষাপটে উঠে এসেছে এক ‘ওয়েডিং ব্যান্ড’-এর পাঁচ সদস্যের গল্প।

আরও পড়ুন, ঐশ্বর্যা-অভিষেকের ‘অভিমান’?

হঠাত্ এমন অদ্ভুত নাম দিলেন কেন? সানির উত্তর, ‘‘ব্যান্ড মানে তো গ্রুপ অফ পিপল, সেটা বোঝা যাচ্ছে। আর কেন রবার, সেটা জানতে হলে ছবিটা দেখতে হবে।’’ ৩০ মিনিটের এই শর্টফিল্মে অভিনয় করেছেন শতফ ফিগার, কমলিকা বন্দ্যোপাধ্যায়, রাতাশ্রী দত্ত প্রমুখ। আপাতত বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি পাঠাবেন সানি। বছর খানেক পরে অনলাইন রিলিজের প্ল্যান রয়েছে।

দেখুন টিজার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement