স্বরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।
দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিউড। ২৩৩ জন পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন একাধিক প্রথম সারির মহিলা পরিচালকেরাও। তালিকায় রয়েছে, অপর্ণা সেন, সুদেষ্ণা রায়, পারমিতা মুন্সী-সহ আরও অনেকে। সোমবার রাতে এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ‘ডিরেক্টর্স গিল্ড’- এর সভাপতি সাংবাদিক-পরিচালক সুব্রত সেনের সঙ্গে। তিনি খবরে সিলমোহর দিয়েছেন। একই কথা জানিয়েছেন কমিটির এগজিকিউটিভ বডির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। স্বরূপ পুজোর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক। সেই সময়েই সংগঠনের অন্তর্ভুক্ত পরিচালকেরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। মানহানি মামলা দায়ের করার কথাও বলেন। ঘটনার প্রতিক্রিয়া জানতে আনন্দবাজার অনলাইন ফোনে এবং হোয়াটস্যাপে স্বরূপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফেডারেশন সভাপতির তরফ থেকে কোনও সাড়া মেলেনি।
সুব্রত আরও বলেছেন, “কোনও সংগঠন এই রকম পদক্ষেপ করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে এই পদক্ষেপ করেছেন।” তাঁর মতে, মামলা দায়ের হয়েছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা।
কারা আছেন এই তালিকায়? খবর, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ২৩৩ জন পরিচালক মামলা দায়ের করেছেন। রাজ চক্রবর্তী কি স্বরূপের বিরুদ্ধে দায়ের করা মামলার নথিতে সই করেছেন? জানা যায়নি। কারণ, আপাতত তিনিও অধরা।