গত রবিবার, মুম্বইয়ে ছবিটির ‘ফার্স্ট লুক’ মুক্তি পেয়েছে কর্ণ জোহরের হাত ধরে। ২০১০-এ বক্স অফিসে ঝড় তোলা সুপারস্টার রজনীকান্তের ‘রোবট’ ছবিটির সিক্যুয়েল ‘২.০’-এর ‘ফার্স্ট লুক’ মুক্তির অনুষ্ঠানেও দর্শকদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। এমন ভাবে থ্রি-ডি প্রজেকশনে ছবির মুখ্য দুই চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচিত হওয়ার অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি ভারতীয় চলচ্চিত্রে।
এই অনুষ্ঠানে কর্ণ জোহর ছাড়াও উপস্থিত ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, সলমন খানের মতো হেভিওয়েট তারকারা। তবে ছবির দুই মুখ্য চরিত্র যে হেতু রজনীকান্ত আর অক্ষয় কুমার, তাই অনুষ্ঠানে যে তাঁদের দু’জনের থাকাটাই স্বাভাবিক! কিন্তু সলমন! অনুষ্ঠানে এসে সলমন জানান, এই ‘২.০’-এর ‘ফার্স্ট লুক’ লঞ্চের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। সে কী! তা হলে বিনা আমন্ত্রণে এই অনুষ্ঠানে সলমন এলেন কেন!
সলমন জানান, “আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। আমি এখানে ওঁদের এই আয়োজনের খবর পাই। আমি আজ রজনীর সঙ্গে দেখা করতেই এখানে এসেছি।” থালাইভার সামনে দাঁড়িয়ে সলমন ১৯৯০-এর একটা ঘটনার কথা দর্শকদের জানান। তিনি বলেন, ‘‘সে বছর অমিতাভ বচ্চনের একটি ছবির প্রচারে বলিউডের অনেক শিল্পীই ইউরোপে গিয়েছিলেন। সেই ট্যুরে রজনীকান্তের একটা ব্যপার দেখে স্তম্ভিত হয়ে যাই আমি।’’ তিনি জানান, ঠিক যে ভাবে ছবির পর্দায় তিনি সিগারেটটা মুখে ছুড়ে দেন, সেই কায়দাতেই তাঁর সামনে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া টানতে থাকলেন তিনি। গোটা ব্যপারটা চোখের সামনে দেখে একেবারে থ হয়ে যান সলমন। এর পর তিনি জানান, অনেকেই হয়তো ভাবতেন, রজনীর এই সিগারেট ধরানোর কায়দাটায় অবশ্যই কোনও ক্যামেরার কারসাজি রয়েছে। কিন্তু আসল সত্যিটা হল দর্শকদের মনোরঞ্জনের জন্য নিজেকে সব সময় অভ্যেসের মধ্যে রাখেন রজনীকান্ত।
গোটা ব্যপারটা শুনে হেসে ফেলেন সুপারস্টার রজনী। সলমনকে পাশে নিয়ে তিনি দর্শকদের বলেন, “সলমন যদি রাজি থাকেন তবে আগামী কাল থেকেই তাঁর সঙ্গে ছবিতে কাজ করতে চাই।”
আরও পড়ুন, হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য ফের মনোনীত প্রিয়ঙ্কা